Emami East Bengal: মঙ্গলবারই প্রথম বোর্ড মিটিং? একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা

সূত্রের খবর, ৯ তারিখ মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের প্রথম বোর্ড মিটিং। সে দিন কোনও সমস্যা থাকলে তার এক-দু'দিন বাদে হতে পারে বৈঠক। তবে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ৯ তারিখই হবে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম বোর্ড মিটিং।

Emami East Bengal: মঙ্গলবারই প্রথম বোর্ড মিটিং? একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা
মঙ্গলবারই হয়তো প্রথম বোর্ড মিটিং। ছবি: নিজস্বImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 12:40 PM

কলকাতা: মঙ্গলবারই কলকাতার এক পাঁচতারা হোটেলে ইমামির সঙ্গে আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বেঁধেছে ইস্টবেঙ্গল (East Bengal)। বহু প্রতীক্ষিত চুক্তির সই সম্পন্ন হয়েছে। নতুন ভাবে পথ চলা শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। নতুন কোম্পানি ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড আগেই তৈরি হয়ে গিয়েছে। দলগঠন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। শেষ কয়েক বছরে ইস্টবেঙ্গলে শুধুই ব্যর্থতা আর হতাশা। সেই ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়ে আসার স্বপ্ন দেখছেন লাল-হলুদ জনতাও। নিজেদের মাঠে জোরকদমে অনুশীলন শুরু হয়ে গিয়েছে। সকালে রিজার্ভ দল নিয়ে মাঠে নেমে পড়েছেন বিনো জর্জ। বিকেলে স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিংয়ে অনুশীলন ভিপি সুহের, অনিকেত যাদবদের। শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছেন সুমিত পাসি। ২২ তারিখ ডুরান্ড কাপে লাল-হলুদের প্রথম ম্যাচ। তার আগেই দল সাজিয়ে ফেলতে চান স্টিফেন কনস্ট্যান্টাইন।

চুক্তি তো সই হল। বোর্ড মিটিং কবে? সূত্রের খবর, ৯ তারিখ মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের প্রথম বোর্ড মিটিং। সে দিন কোনও সমস্যা থাকলে তার এক-দু’দিন বাদে হতে পারে বৈঠক।  প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ৯ তারিখই হবে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম বোর্ড মিটিং। তার আগে ৮ তারিখ ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক রয়েছে। ইমামির হাতে রয়েছে ৭৭ শতাংশ শেয়ার। ক্লাবের কাছে ২৩ শতাংশ শেয়ার। বোর্ডে মোট ১০ জনের প্রতিনিধি। ইনভেস্টরের ৭ প্রতিনিধি। ক্লাবের তরফ থেকে থাকবেন ৩ প্রতিনিধি। ক্লাবের ৩ প্রতিনিধি একপ্রকার চূড়ান্ত। বোর্ডে থাকছেন সহ সচিব রূপক সাহা, কোষাধ্যক্ষ সদানন্দ মুখোপাধ্যায় আর কর্তা দেবব্রত সরকার। এ ছাড়া সমাজের আরও দুই বিশিষ্ট ব্যক্তি থাকবেন ওই বোর্ডে। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত থাকতে পারেন। কোম্পানি তৈরির পর প্রথম বোর্ড মিটিং। তাই সে দিকে তো নজর থাকবেই লাল-হলুদ সমর্থকদের।

একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হতে পারে প্রথম বোর্ড মিটিংয়ে। বাইপাসের ধারে ইমামির অফিসেই হয়তো হবে প্রথম বোর্ড মিটিং। সূত্রের খবর, ফুটবল টিমের জন্য টেকনিক্যাল কমিটি গঠন হতে পারে। গ্রাসরুট পর্যায় থেকে ফুটবলার তুলে আনতে অ্যাকাডেমি নিয়েও আলোচনা হতে পারে বোর্ডের বৈঠকে। অক্টোবরেই আইএসএল। এ বার হোম আর অ্যাওয়ে ভিত্তিতেই আইএসএলের ম্যাচ হবে। হোম ম্যাচগুলোয় কোনও বিশেষত্ব থাকে কিনা; তাও আলোচনা হতে পারে প্রথম বোর্ড মিটিংয়ে। ফুটবলের উন্নতির জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা, তা নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।