ENG vs IRN Live Score: তারুণ্যে ভরসা, ৬-২ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

| Edited By: | Updated on: Nov 21, 2022 | 9:04 PM

ENGLAND vs IRAN, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় ম্যাচ, ইংল্যান্ড বনাম ইরান (ENGLAND vs IRAN) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ENG vs IRN Live Score: তারুণ্যে ভরসা, ৬-২ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের
Image Credit source: OWN Photograph

দোহা : ইজ ইট কামিং হোম! যে কোনও বড় টুর্নামেন্টের আগে ইংল্যান্ড ফুটবল শিবিরে স্লোগান থাকে ‘ইটস কামিং হোম’।  কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) বড় জয়ে অভিযান শুরু করল ইংল্যান্ড। প্রতিপক্ষ এশিয়ার দেশ ইরানকে ৬-২ ব্য়বধানে হারাল তারা। বিশ্বকাপের মঞ্চে এ বারই প্রথম মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ইরান (ENGLAND vs IRAN)। শক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের দলে প্রতিভাবান, যোগ্য, দক্ষ ফুটবলারের অভাব নেই। কয়েকটা চোট নিয়ে চিন্তায় ছিল থ্রি লায়ন্স। এ দিনও চোট পেয়ে মাঠ ছাড়েন হ্যারি ম্য়াগুয়ের। শেষ অবধি ৬-২ ব্যবধানে জিতলেও সাউথগেটের চিন্তা থাকলোই। চোট যদি তার একটা কারণ হয়, দ্বিতীয় কারণ ক্লিনশিট না রাখতে পারা। পরবর্তী ম্যাচের আগে নিজেদের ভুলত্রুটি গুলো শুধরে নেওয়াই লক্ষ্য থাকবে ইংল্যান্ড শিবিরের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Nov 2022 09:00 PM (IST)

    এক নজরে

    • কাতার বিশ্বকাপে ৬-২ ব্যবধানে জয়ে অভিযান শুরু করল ইংল্যান্ড।
    • ইরানের বিরুদ্ধে ৩-০ এগিয়ে বিরতিতে যায় ইংল্য়ান্ড।
    • দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল। তবে কার্লোজ কুইরোজের ইরানও পাল্টা ২ গোল শোধ করে।
    • ইরানের দুটি গোলই মেহদি তারেমির। একটি পেনাল্টি থেকে।
  • 21 Nov 2022 08:43 PM (IST)

    পেনাল্টি…

    পেনাল্টি থেকে আরও একটি গোল শোধ ইরানের। তাদের দুটি গোলই তারেমির।

  • 21 Nov 2022 08:39 PM (IST)

    আরও একটা গোলের সুযোগ

    অনবদ্য চেষ্টা ইরানের পরিবর্ত হিসেবে নামা আজমোনের। তার শট পোস্টে লাগে। অনবদ্য একটা গোল হতে পারতো।

  • 21 Nov 2022 08:31 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    প্রথমার্ধে ১৪ মিনিট, দ্বিতীয়ার্ধে ১০। বিশ্বকাপের ইতিহাসে ৯০ মিনিটের ম্যাচের ক্ষেত্রে দীর্ঘতম এটিই।

  • 21 Nov 2022 08:27 PM (IST)

    ইংল্যান্ডের জনজোয়ার!

    মাঠে অনবদ্য ইংল্যান্ড। যারা আসতে পারেননি তারাই বা সেলিব্রেশন থেকে বাদ যাবেন কেন!

  • 21 Nov 2022 08:12 PM (IST)

    সুপার সাব মার্কাস

    পরিবর্ত হিসেবে মাঠে নামার ৪৯ সেকেন্ডের মধ্যেই গোল মার্কাস ব়্যাশফোর্ডের। ৫-১ এগিয়ে গেল ইংল্যান্ড। একাধিক পরিবর্তন করে ইংল্যান্ড। সিনিয়র দলের হয়ে বিশ্বকাপে নামলেন কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলে যাওয়া ফিল ফডেন।

  • 21 Nov 2022 08:09 PM (IST)

    চোটে মাঠ ছাড়লেন হ্যারি

    হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন হ্যারি ম্যাগুয়ের। ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন হ্যারি। গ্যারেথ সাউথগেটের চিন্তা বাড়ল।

  • 21 Nov 2022 08:06 PM (IST)

    এক গোল শোধ ইরানের

    স্টেডিয়ামের গর্জন বাড়ল। অনবদ্য বল প্লে। ইংল্যান্ড বক্সের সামনে দুর্দান্ত পাসিং ফুটবল। দারুণ একটা মুভ থেকে ইরানের হয়ে এক গোল শোধ করলেন মেহদি তারেমি।

  • 21 Nov 2022 08:04 PM (IST)

    সাকার দ্বিতীয় গোল

    ৬২ মিনিট, রহিম স্টার্লিংয়ের পাস। ইরান ডিফেন্সের সামনেই বাঁ পায়ে জমি ঘেসা শট, ম্যাচের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল বুকায়ো সাকার।

  • 21 Nov 2022 07:49 PM (IST)

    হ্যারি কেনের চোট

    প্রতিপক্ষের ট্যাকলে চোট পেলেন ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন। তবে চোট গুরুতর নয়। ফ্রি-কিক ইংল্যান্ডের।

  • 21 Nov 2022 07:35 PM (IST)

    এক নজরে

    • ম্যাচের ১৫ মিনিট পেরোতেই সমস্যায় ইরান। সেট পিসে বল ক্লিয়ার করতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষ গোলরক্ষক আলিরেজার।
    • ২০ মিনিটে কনকাশন পরিবর্ত হিসেবে আলিরেজার জায়গায় নামেন হোসেন হোসেইনি।
    • দলের এক নম্বর গোলরক্ষক মাঠ ছাড়ায় আরও চাপে পড়ে ইরান।
    • ইংল্য়ান্ড প্রথম গোলের সন্ধান পায় ৩৫ মিনিটে। গোল করেন জুড বেলিংহ্য়াম। দেশের হয়ে প্রথম, বিশ্বকাপেও।
    • ৮ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করেন বুকায়ো সাকা।
    • প্রথমার্ধের অ্যাডেড টাইমে তৃতীয় গোল রহিম স্টার্লিংয়ের।
    • বল পজেশন ইংল্যান্ড ৮২-১৮ ইরান
  • 21 Nov 2022 07:26 PM (IST)

    একমাত্র সুযোগও নষ্ট

    অ্যাডেড টাইমে এক মাত্র সুযোগ ইরানের। যদি জাহানবখশ কাজে লাগাতে পারলেন না।

  • 21 Nov 2022 07:17 PM (IST)

    ব্যবধান বাড়ল অল্প সময়ের ব্যবধানেই

    বিরতির আগে অল্প সময়ের ব্যবধানে ২ গোল। ১৪ মিনিট অ্যাডেড টাইম। ম্যাচের ৪৩ মিনিটে গোল বুকায়ো সাকার। ৪ মিনিটের ব্যবধানে ৩-০ করেন রহিম স্টার্লিং।

  • 21 Nov 2022 07:06 PM (IST)

    অবশেষে গোলের দেখা পেল ইংল্যান্ড

    অনবদ্য গোল তরুণ ফুটবলারের। ৩৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দিলেন জুড বেলিংহ্যাম। লুক শ-র সেন্টার, হেডে অনবদ্য গোল তাঁর।

  • 21 Nov 2022 07:02 PM (IST)

    সেট পিস

    কায়রন ট্রিপিয়ারের কর্নার হ্যারি ম্যাগুয়েরের হেডার পোস্টে লেগে ফিরে আসে। আনলাকি ইংল্যান্ড।

  • 21 Nov 2022 07:00 PM (IST)

    সুযোগ- সাইড নেটে

    ম্যাচের ২৯ মিনিটে দারুণ সুযোগ ইংল্যান্ডের। বুকায়ো সাকার পাস। গোলে শট নিতে পারলেন না মেসন মাউন্ট।

  • 21 Nov 2022 06:48 PM (IST)

    আলিরেজা পরিবর্তনের সিগন্যাল দিলেন

    ইরান গোলরক্ষক উঠে দাঁড়িয়েছিলেন। কয়েক মুহূর্ত পরই ইশারা করেন, পরিবর্তনের। মাথায় হাত ইরান কোচ কার্লোস কুইরোজের। হোসেন হোসেইনি নামলেন পরিবর্ত হিসেবে। এত বড় মঞ্চে প্রথম ম্যাচ। কনকাশন পরিবর্ত হিসেবে নামলেন তিনি।

  • 21 Nov 2022 06:40 PM (IST)

    ইরানের গোলরক্ষকের চোট

    সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট ইরানের গোলরক্ষক আলিরেজার। হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করছেন। এত বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই তাঁর। আলিরেজার চোট গুরুতরই দেখাচ্ছে। এখনও চিকিৎসা চলছে তাঁর।

  • 21 Nov 2022 06:25 PM (IST)

    প্লেয়াররা রেডি

    টানেলে রেডি ফুটবলাররা। বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে ইংল্যান্ড, ইরানের।

  • 21 Nov 2022 06:08 PM (IST)

    ইরানের সমর্থকরাও রয়েছেন

    শুধুই কি ইংল্যান্ড? নিজের দেশকে তাতাতে হাজির ইরান সমর্থকরাও।

  • 21 Nov 2022 06:05 PM (IST)

    ইংল্যান্ড ড্রেসিং রুম

    ইংল্য়ান্ড ড্রেসিংরুমের সাজানো গোছানো ছবি…

  • 21 Nov 2022 05:58 PM (IST)

    ফুটবলের টানে…

    দেশ খেলছে, সমর্থকরা আসবেন না! এমন হয় নাকি! ইংল্যান্ড সমর্থকরাও হাজির কাতারে।

  • 21 Nov 2022 05:46 PM (IST)

    প্রথম একাদশ

    ইংল্যান্ডের প্রথম একাদশ :  জর্ডন পিকফোর্ড, লুক শ, ডেক্লান রাইস, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়ের, হ্যারি কেন, রহিম স্টার্লিং, কায়রন ট্রিপিয়ার, বুকায়ো সাকা, মেসন মাউন্ট, জুড বেলিংহ্যাম

    ইরানের প্রথম একাদশ : আলিরেজা বেইরানভান্দ, সাদেঘ মোহরামি, মজিদ হোসেইনি, এহসান হজসফি, মিলাদ মহমাদি, আলীরেজা জাহানবখশ, মোর্তেজা পৌরালিগঞ্জি, মেহদি তারেমি, রোজবে চেশমি, আলি করিমি, আহমাদ নুরোল্লাহি

  • 21 Nov 2022 05:42 PM (IST)

    কী পরিস্থিতি!

    ইংল্য়ান্ডের প্রচুর ফ্যান উপস্থিত রয়েছেন গ্যালারিতে। ইংল্যান্ড প্লেয়ারদের পরিবার। এখনও গ্যালারি পূর্ণ হয়নি। তবে ম্যাচ শুরুর আগে গ্যালারি কানায় কানায় পূর্ণ হওয়ার প্রত্যাশা করাই যায়।

  • 21 Nov 2022 05:39 PM (IST)

    রাজধানীতে ইংল্যান্ড বনাম ইরান

    টিভি নাইন বাংলার লাইভ ব্লগে স্বাগত। কাতারের রাজধানী দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড-ইরান। নজর রাখুন লাইভ ব্লগে।

Published On - Nov 21,2022 5:33 PM

Follow Us: