Katwa: ‘রবীন্দ্রনাথের সৃষ্টি উৎখাতের চেষ্টা চলেছ…যে মানুষরা করছেন ভুল বুঝবেন’, বাংলাদেশ নিয়ে মুখ খুললেন নজরুলের নাতনী
Katwa: সোনালী কাজী আরও বলেন, "বঙ্গবন্ধু মুজিবর রহমানের ইতিহাস কোনও দিন মুছে দেওয়ার নয়। আমি বাংলাদেশ কয়েকবার গিয়েছি। অনেক সম্মানিত হয়েছি। আমি কৃতজ্ঞ। আমায় নজরুল ইসলাম পরিবারে জন্ম দিয়েছে। যিনি মানুষ জনের কাছে মানবতার বাণী পৌঁছে দিয়েছেন। মানবতাই হল শ্রেষ্ঠ ধর্ম।"
কাটোয়া: বাংলাদেশের ঘটনা নিয়ে আগেও মুখ খুলেছেন। ফের আরও একবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে নিন্দায় সরব হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনী সোনালী রাজী। তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মাটিতেই শুয়ে আছে। তার প্রতিবাদী কণ্ঠ লেখনীর মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছবে। যে মানুষগুলি এগুলি করার চেষ্টা করছে তাঁরা নিশ্চয়ই একদিন নিজের ভুল বুঝতে পারবেন।”
সোনালী কাজী আরও বলেন, “বঙ্গবন্ধু মুজিবর রহমানের ইতিহাস কোনও দিন মুছে দেওয়ার নয়। আমি বাংলাদেশ কয়েকবার গিয়েছি। অনেক সম্মানিত হয়েছি।” ঈশ্বরকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, “আমি কৃতজ্ঞ। আমায় নজরুল ইসলাম পরিবারে জন্ম দিয়েছেন। যিনি একসময় মানুষের কাছে মানবতার বাণী পৌঁছে দিয়েছেন। মানবতাই হল শ্রেষ্ঠ ধর্ম।”
শুধু তাই নয়, তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথকে কাজী নজরুল ইসলাম গুরুদেব বলে ডাকতেন। তাঁর যে সৃষ্টি ‘আমার সোনার বাংলা’ সেটিকে উৎখাত করার চেষ্টা চলছে। সেই সোনার বাংলা কোনওদিন কি উৎখাত হবে? আমার মনে হয় না। সেই জন্যই এপার বাংলা ওপার বাংলা সম্মিলিতভাবে এই সম্প্রীতি রাখার চেষ্টা করব। ওপার বাংলায় নিশ্চয়ই যাব,আগের মত বাতাবরণ তৈরি হয়ে গেলে নিশ্চয়ই যাব। এই বাতাবরণে যাওয়ার ইচ্ছা নেই।”