Bardhaman: একসঙ্গে ঘরে বসে মদ্যপান, তারপরই স্বামী-স্ত্রীকে…, আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে দেখে ফেললেন সবটা

Bardhaman: জানা গিয়েছে, মৃত মহিলার নাম সবিতা বাগদি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সবিতাকে উদ্ধার করে বননবগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Bardhaman: একসঙ্গে ঘরে বসে মদ্যপান, তারপরই স্বামী-স্ত্রীকে..., আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে দেখে ফেললেন সবটা
বর্ধমানে কী ঘটল? Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 6:24 PM

বর্ধমান: একসঙ্গে নিজেরা মদ্য়পান করতেন। তারপর আবার গন্ডোগোলও করতেন। তা বলে পরিণতি এমন হবে কে ভেবেছিল। ঝগড়ার মাঝে হঠাৎ চিৎকার। পরে এলাকাবাসী ছুটে আসতেই দেখলেন পুরোটা। এ কী! খুন হয়ে গিয়েছেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউশগ্রামের সোমাইপুরে

জানা গিয়েছে, মৃত মহিলার নাম সবিতা বাগদি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সবিতাকে উদ্ধার করে বননবগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ আটক করেছে মৃত মহিলার স্বামী মাধব বাগদিকে।

প্রতিবেশীরা জানিয়েছেন মাধব ও তাঁর স্ত্রী জনমজুরী করতেন। দুজনেই একসঙ্গে মদ্যপানও করতেন। এ নিয়ে ঝামেলা লেগেই থাকত। সবিতা বাগদির বাপের বাড়ি ভাতারের শিলাকোট গ্রামে। খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন আউশগ্রামে যান। মৃতার ভাই লালু প্রামাণিকের বক্তব্য, তাঁর জামাইবাবু মদ্যপান করে বাড়িতে ঝামেলা করতেন। প্রতিবাদ করতে তাঁর দিদিকে খুন করা হয়েছে। মাধব ও সবিতার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই বিবাহিত। ছেলে মামাবাড়িতে থাকেন। প্রতিবেশী এক মহিলা বলেন, “আমরা মাঠে কাজে গিয়েছিলাম। এসে শুনি খুব মেরেছে। পরে শুনি পড়ে রয়েছে ঘরে।”