কোথায় হবে ইউরো কাপ?
করোনার থাবা এবার ইউরো কাপের (EURO Cup) ভেনুতেও। প্রথমে ঠিক করা হয়, ইউরো কাপকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন জায়গায় খেলার আয়োজন করা হবে। করোনার জন্য ভেস্তে গেছে সেই পরিকল্পনা। উয়েফা (UEFA) খুব তাড়াতাড়ি ঠিক করবে, কোথায় হবে ইউরো কাপ।
Most Read Stories