India U-17 vs United States U-17 Highlights: অষ্টমদের আট গোল আমেরিকার! লজ্জার হার ভারতের

| Edited By: | Updated on: Oct 11, 2022 | 10:13 PM

India U-17 vs United States U-17 Live Score: কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে অভিযান শুরু ভারতের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রতিটি মুহূর্তের আপডেটস পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার এই লাইভ পেজে।

India U-17 vs United States U-17 Highlights: অষ্টমদের আট গোল আমেরিকার! লজ্জার হার ভারতের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

ভুবনেশ্বর: শেষ হয়েছে অপেক্ষার প্রহর। ২০২০ সাল থেকে যে মেগা টুর্নামেন্টে আসরের অপেক্ষায় ছিল ভারত, বছর দুয়েক পর অবশেষে তা শুরু হয়েছে। আজ থেকে শুভ সূচনা হল ২০২২ ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের। ইতিমধ্যে গ্রুপ এ ও গ্রুপ বি়’র একটি করে ম্যাচ খেলা হয়েছে। গ্রুপ এ’তে ব্রাজিল ও মরক্কোর মধ্যে ম্যাচ ছিল। ব্রাজিল জিতেছে ১-০ গোলে। গ্রুপ বি’র ম্যাচ চিলি ও নিউজিল্যান্ডের মধ্যে। ৩-১ গোলে জেতে চিলির মেয়েরা। বিশ্বকাপ শুরুর দিনে মাঠে নামছে আয়োজক ভারতও। কলিঙ্গ স্টেডিয়ামে ব্লু টাইগ্রেসদের উল্টোদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। রাত আটটা থেকে শুরু ম্যাচ। প্রতিপক্ষ যতই কঠিন হোক, ভালো খেলার বিষয়ে প্রত্যয়ী দেশের মেয়েরা। কোচ থমাস ডেনার্বিও হুঙ্কার দিয়ে রেখেছেন, ভারতের বিরুদ্ধে গোল করা সহজ হবে না। আত্মবিশ্বাসের ভরপুর দেখিয়েছে অধিনায়ক অষ্টম ওরাওঁকে। তবে গ্রুপ এ’তে ভারতের সঙ্গে রয়েছে মরক্কো, ব্রাজিলের মতো দলগুলি। তাই কাজটা এত সহজ হবে না। কোচ ডেনার্বি বলেছেন, আমেরিকার বিরুদ্ধে ১ পয়েন্ট জোগাড় করতে পারলে সেটাই হবে বড় পাওনা। যদিও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Oct 2022 09:59 PM (IST)

    হতাশ ভারতীয় সমর্থকরা

    ভারতের মেয়েদের লজ্জানজক পারফরম্যান্স। মার্কিন মেয়েরা ৮ গোলে উড়িয়ে দিল ভারতকে। বিশ্বকাপ অভিযান শুরু হল লজ্জার হার দিয়ে।

  • 11 Oct 2022 09:55 PM (IST)

    ২ মিনিট অতিরিক্ত সময়

    অতিরিক্ত সময় দেওয়া হল ২ মিনিট। এখন শুধু ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা।

  • 11 Oct 2022 09:28 PM (IST)

    অষ্টমদের আট গোল আমেরিকার

    ম্যাচের ৬২ মিনিটের মধ্যে গুনে গুনে আট গোল খেল ভারত। আট নম্বর গোল মিয়া বুটার।

  • 11 Oct 2022 09:25 PM (IST)

    আবার গোল আমেরিকার

    দ্বিতীয়ার্ধে একই উদ্যোম আমেরিকার। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল সুয়ারেজের। ০-৭ পিছিয়ে ভারত।

  • 11 Oct 2022 09:15 PM (IST)

    দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল

    শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। শুরুতেই গোল আমেরিকার। ম্যাচে ফেরার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না ভারতের। কর্নার কিক থেকে হেডে গোল এল্লা এমরির। ভারত পিছিয়ে ০-৬ গোলে।

  • 11 Oct 2022 08:55 PM (IST)

    প্রথমার্ধের খেলা শেষ

    প্রথমার্ধের খেলা শেষ। ৪৫ মিনিট জুড়ে মার্কিনিদের দাপট। আমেরিকার সামনে দাঁড়াতেই পারছে না দেশের মেয়েরা। ০-৫ গোলে পিছিয়ে ভারত।

  • 11 Oct 2022 08:50 PM (IST)

    ০-৫ গোলে পিছিয়ে অষ্টমরা

    ভারতকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলছে আমেরিকার মেয়েরা। ৩৯ মিনিটে আমেরিকার হয়ে পঞ্চম গোল থম্পসনের। দিশেহারা ভারত।

  • 11 Oct 2022 08:40 PM (IST)

    চারটি গোল হজম ভারতের

    ৩১ মিনিটে চতুর্থ গোল আমেরিকার। ব্যক্তিগত দ্বিতীয় গোল রেবিমবাসের।

  • 11 Oct 2022 08:32 PM (IST)

    মার্কিনিদের ৩ গোল

    ম্যাচের ২৫ মিনিট গড়ানোর আগেই আমেরিকার ঝুলিতে তিনটে গোল। ২৩ মিনিটে তৃতীয় গোল গামেরোর। প্রবল চাপে ভারতের মেয়েরা।

  • 11 Oct 2022 08:20 PM (IST)

    আমেরিকার দ্বিতীয় গোল

    শার্লট কোহলারের হেডারে কর্নার কিক থেকে গোল আমেরিকার। ০-২ গোলে পিছিয়ে ভারত।

  • 11 Oct 2022 08:14 PM (IST)

    গোল হজম ভারতের

    ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যেই গোল হজম করল ভারত। আমেরিকাকে এগিয়ে দিল রেবিমবাস।

  • 11 Oct 2022 08:11 PM (IST)

    আত্মবিশ্বাসী ব্লু টাইগ্রেসরা

    ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই ভারতের কাছে সুযোগ। কিন্তু মার্কিনিরা বল ক্লিয়ার করে দেয়। আত্মবিশ্বাসী ব্লু টাইগ্রেসরা।

  • 11 Oct 2022 08:05 PM (IST)

    ৪-২-৩-১ ফর্মেশনে খেলছে ভারত

    আমেরিকার মেয়েদের বিরুদ্ধে ভারতকে ৪-২-৩-১ ফর্মেশনে খেলাচ্ছেন কোচ থমাস ডেনার্বি।

  • 11 Oct 2022 08:03 PM (IST)

    শুরু হল ম্যাচ

    দুই দলের জাতীয় সঙ্গীতের পর শুরু হল ম্যাচ। স্টেডিয়ামে উপস্থিত এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোউরা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।

  • 11 Oct 2022 07:41 PM (IST)

    উত্তেজিত দর্শকরা

    ম্যাচ শুরুর আগে রঙিন কলিঙ্গ স্টেডিয়ামের ঝলক। আসন দখল করে নিয়েছেন দর্শকরা।

  • 11 Oct 2022 07:35 PM (IST)

    জিতল চিলি

    নিউজিল্যান্ডের জালে তিনবার বল জড়াল চিলির মেয়েরা। দিনের অন্য একটি ম্যাচে চিলি জিতেছে ৩-১ গোলে। জয়ের পর চিলি টিমের উদযাপন।

  • 11 Oct 2022 07:33 PM (IST)

    ব্রাজিলের জয়

    মরক্কোর বিরুদ্ধে গ্রুপ এ’র প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছে ১-০ গোলে।

  • 11 Oct 2022 07:24 PM (IST)

    ভারতের একাদশ

    অঞ্জলি মুন্ডা (গোলকিপার), পূর্ণিমা কুমারী, সিল্কি দেবী, অষ্টম ওরাওঁ (অধিনায়ক), নেহা, কাজল ডিসুজা, লিন্ডা কম, অনিতা কুমারী, শুভাঙ্গী সিং, নীতু লিন্ডা, কাজল।

  • 11 Oct 2022 07:20 PM (IST)

    ইটস টাইম ফর ইন্ডিয়া…

  • 11 Oct 2022 07:17 PM (IST)

    মঞ্চ প্রস্তুত

  • 11 Oct 2022 07:13 PM (IST)

    হৃদয় দিয়ে খেলবে ভারত

Published On - Oct 11,2022 7:00 PM

Follow Us: