FIFA World Cup 2022 LIVE: গ্রুপ ‘জি’-এর ম্যাচ রাতে, নজরে ব্রাজিলের পরীক্ষা
World Cup 2022 Matches Live Score Updates in Bengali: শেষ পর্যায়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাগুলি। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
দোহা: প্রথম রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ। একাধিক অঘটন, কেউ নকআউটের পথ নিশ্চিত করেছে আবার চোখের জলে গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে কয়েকটি দলের। ছিটকে পড়ার তালিকায় রয়েছে জার্মানি, বেলজিয়ামের মতো বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস। আজ গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল এবং ঘানা বনাম উরুগুয়ে। দুটি ম্যাচই শুরু হবে রাত ৮.৩০ থেকে। গ্রুপ সেরা হয়ে নকআউটের ম্যাচে নামতে চায় পর্তুগাল। অন্যদিকে গ্রুপ ‘জি’-এর ম্যাচ দুটি রয়েছে শুক্রবার রাত ১২.৩০ থেকে। ব্রাজিল বনাম ক্যামেরুন এবং সুইৎজারল্যান্ড বনাম সার্বিয়া। ব্রাজিল শেষ ষোলোয় আগেই পা রেখেছে। তাদেরও লক্ষ্য গ্রুপ সেরা হওয়া। বিশ্বকাপের সবরকম আপডেট পেতে চোখ রাখুন TV9 bangla–র এই লাইভ পেজে।
LIVE NEWS & UPDATES
-
হতাশায় ডুব জার্মানির
ছয় গোলের থ্রিলারের পর হতাশায় ডুব চার বারের চ্যাম্পিয়ন জার্মানির।
A six-goal thriller to round off Group E for #CRC & #GER@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
-
শেষ ষোলোয় ওঠার আনন্দ
শেষ ষোলোয় ওঠার আনন্দ। চমকে দিচ্ছে ব্লু সামুরাইরা।
The moment Japan advanced to the Round of 16 ???#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
-
-
টিভির সামনে কখন বসবেন?
কখন দেখবেন ক্যামেরুন বনাম ব্রাজিল ম্যাচ?
জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিল ম্যাচ
-
কেমন হতে পারে ব্রাজিলের একাদশ
শুক্রবার রাতে নামছে ব্রাজিল। গ্রুপ ‘জি’-তে আর কার কার ম্যাচ রয়েছে আজ?
বিস্তারিত পড়ুন: নকআউট নিশ্চিত, কার্যত রিজার্ভ টিম নামাতে চলেছে ব্রাজিল
-
কখন দেখবেন পর্তুগালের ম্যাচ
কখন দেখবেন দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ম্যাচ?
বিস্তারিত আসছে: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল ম্যাচ
-
-
গ্রুপ ‘এইচ’-এর লড়াই
গ্রুপ ‘এইচ’-এ আজ হাড্ডাহাড্ডি লড়াই। মাঠে নামছে পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
বিস্তারিত পড়ুন: কোরিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রোনাল্ডো, টিকে থাকতে জিততেই হবে সুয়ারেজদের
Published On - Dec 02,2022 11:00 AM