SAFF U20 Championship: নির্ধারিত সময়ে ২-২, সাফে চ্যাম্পিয়ন ভারত

হ্যাটট্রিক সহ ৪ গোল করলেন ভারতীয় দলের স্ট্রাইকার গুরকিরত সিং।

SAFF U20 Championship: নির্ধারিত সময়ে ২-২, সাফে চ্যাম্পিয়ন ভারত
রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত-বাংলাদেশ।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 2:01 AM

ভুবনেশ্বর : রুদ্ধশ্বাস ম্যাচ। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF U20 Championship) জিতল ভারত। বাংলাদেশের (Bangledesh) বিরুদ্ধে নাটকীয় ম্যাচ জিতে খেতাব ভারতের (Team India)। হ্যাটট্রিক সহ ৪ গোল করলেন ভারতীয় দলের স্ট্রাইকার গুরকিরত সিং। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে টানটান উত্তেজনার এক ম্যাচ প্রত্যক্ষ করলেন ফুটবল অনুরাগীরা। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হল না। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য দাপট ভারতেরই। ৫-২-র জয়ে শেষ হাসি ভারতীয় ফুটবলারদেরই। গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচে উলাটপূরাণ ভারতীয় শিবিরে। নেপালের বিরুদ্ধে ৮-০ জিতেছিল ভারত। পরের ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে মাত্র ১-০ গোলে জয়। ফাইনালে ফের বড় জয়ে চ্যাম্পিয়ন হল ভারত। ম্যাচ শুরুর আগে দু দলের ফুটবলারদের সঙ্গে মিলিত হন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক।

রেফারির শেষ বাঁশি বাজতেই উৎসবে মাতল দল। বাঁধনহারা উচ্ছ্বাস। কোচ শানমুগাম ভেঙ্কটেশকে শূন্যে ছুড়ে লুফে নিলেন ফুটবলারর। হবে নাই বা কেন। টুর্নামেন্টে শুরু থেকে শেষ অবধি অনবদ্য খেলেছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সদস্য রেড কার্ড দেখেন। তাতেও খেতাব জয় আটকায়নি। রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী এর থেকেই প্রমাণিত। এর কৃতিত্ব প্রাপ্য কোচেরও। বিকল্প পরিকল্পনা তৈরি রেখেছিলেন কোচ ভেঙ্কটেশ। তাঁকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস হওয়াটাই স্বাভাবিক।

ফাইনালেও শুরুটা কিছুটা হতাশার হয়। ম্যাচের মাত্র ২০ সেকেন্ড। হিমাংশু জাংরার শট ডান দিকে ডাইভ দিয়ে আটকে দেন বাংলাদেশ গোলকিপার মহম্মদ আসিফ। এরপরই পেনাল্টি পায় ভারত। সেটাকে গোলে পরিণতি দিতে ভুল করেননি গুরকিরত। প্রথমার্ধে স্কোর লাইন ছিল ১-১। নির্ধারিত সময় শেষে স্কোর লাইন দাঁড়ায় ২-২। ম্যাচের রং বদলে দেন গুরকিরত সিং। ম্যাচের প্রথম মিনিটেই ভারতকে এগিয়ে দিয়েছিলেন গুরকিরত। প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে রাজন হাওলাদার, শাহিন মিয়ার গোলে ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। ফাইনালের মঞ্চে হতাশ করেনি ভারতীয় আক্রমণ ভাগ। ৬০ মিনিটে সমতা ফেরান গুরকিরত। বাকি কাণ্ড অতিরিক্ত সময়ে। ৯৪ এবং ৯৯ মিনিটে আরও দুটি গোল গুরকিরতের। হ্যাটট্রিক সহ চার গোল করলেন তিনিই। মাঝে দলের চতুর্থ গোলটি হিমাংশু জাংরার। গুরকিরত এবং দলের পঞ্চম গোলটি দর্শনীয়। প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে গোল। উচ্ছ্বাসে জার্সি খুলে দৌড়োলেন গুরকিরত। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ৫-২। তিন গোলের লিড নিয়ে আর কোনও সমস্যা হয়নি ভারতের। প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতা ভারতের স্ট্রাইকার গুরকিরত। সেরা গোলরক্ষক হলেন ভারতীয় দলের সোম কুমার।