দুবাই: ২২ তারিখ উজবেকিস্তানের এফসি নাসাফের (FC Nasaf) বিরুদ্ধে ইন্টারজোনাল সেমিফাইনালের ম্যাচ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। হাড্ডাহাড্ডি ম্যাচের জন্য দলকে সবরকম ভাবে প্রস্তুত রাখছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। মেগা সেমিফাইনালের ম্যাচের জন্য ২২ জনের দল বেছে নিলেন বাগানের স্প্যানিশ কোচ। দলে এলেন ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো (Joni Kauko)। প্রবীর দাস ও সুসাইরাজকেও রেখেছেন ২২ জনের দলে।
মলদ্বীপের গ্রুপ দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন কোচ হাবাস। চোটের জন্য মেগা সেমিফাইনালে নেই হুগো বোমাস (Hugo Boumous)। ২২ তারিখই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে ইউরো খেলা জনি কাউকোর। দুবাইয়ে স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে (Tiri) নিয়ে গেলেও ২২ জনের দলে ঠাঁই হল না তাঁর। দুবাইয়ে ৬ দিন অনুশীলন করেছে সবুজ-মেরুন শিবির। শনিবার উজবেকিস্তান উড়ে গিয়ে সেখানে অনুশীলন করবেন রয় কৃষ্ণারা। নক আউট ম্যাচ হওয়ায় বাড়তি সতর্ক থাকছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে গোল পেতে রয় কৃষ্ণার উপরেই আস্থা রাখছেন বাগান কোচ। বিপক্ষের আক্রমণ অনেক শক্তিশালী। তাই রক্ষণে বাড়তি নজর রাখছেন বাগান কোচ। উজবেকিস্তানের এফসি নাসাফের শক্তি, দুর্বলতা বোঝাতে ভিডিও সেশনও করান হাবাস।
১২০ মিনিটের ম্যাচ ধরে রেখেই সমস্ত অঙ্ক সাজিয়ে রেখেছেন এটিকে মোহনবাগানের কোচ। সেই মতো ফুটবলারদের ফিটনেস অনুশীলনেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এ ছাড়া পেনাল্টি শুট আউট অনুশীলনেও জোর দিয়েছেন হাবাস। প্রত্যেক দিনই ম্যাচ শেষে পেনাল্টি সেশনে বেশি ঘাম ঝরিয়েছেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রীতম কোটালরা।
এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালের জন্য এটিকে মোহনবাগানের ২২ জনের দল:
গোলকিপার: অমরিন্দর সিং, অভিলাষ পাল, আর্শ আনওয়ার।
ডিফেন্ডার: প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বসু, সুমিত রাঠি।
মিডফিল্ডার: জনি কাউকো, লেনি রডরিগেজ, লিস্টন কোলাসো, প্রবীর দাস, সুসাইরাজ, বিদ্যানন্দ সিং, এঞ্জন সিং, শেখ সাহিল, রবি বাহাদুর রানা, অভিষেক ধনঞ্জয়।
ফরোয়ার্ড: রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, কিয়ান নাসিরি।
আরও পড়ুন: IPL 2021: মাঠে নামার আগেই রুপোলি পর্দায় হিট ভাজ্জি