IPL 2021: মাঠে নামার আগেই রুপোলি পর্দায় হিট ভাজ্জি

ক্রিকেটার হরভজন সিনেমায় একেবারে অন্য আঙ্গিকে ধরা দিয়েছেন। অ্যাকশন থেকে ডান্সিং, সব রকম ভূমিকাতেই দেখা গিয়েছে ভাজ্জিকে। ২২ গজে দুসরায় বিপক্ষ ব্যাটসম্যানকে নাকানিচোবানি খাওয়ানো ভাজ্জি এ বার রুপোলি পর্দায় নাচে মোহিত করলেন দর্শকদের।

IPL 2021: মাঠে নামার আগেই রুপোলি পর্দায় হিট ভাজ্জি
সিলভার স্ক্রিনে ভাজ্জি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 2:14 PM

চেন্নাই: সোমবার আইপিএল (IPL) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (Royal Challengers Bangalore)। তবে তার আগে রিলিজ হল হরভজন সিংয়ের (Harbhajan Singh) তামিল সিনেমা। কেকেআরের অফ স্পিনারকে দেখা গিয়েছে রুপোলি পর্দায়। তামিল সিনেমা ‘ফ্রেন্ডশিপ’-এ অভিনয় করেছেন ভাজ্জি। বিগ বসে সাড়া ফেলে দেওয়া লসলিয়া মারিয়ানেসান রয়েছেন এই সিনেমায়। এছাড়া জনপ্রিয় অভিনেতা অর্জুনকেও দেখা গিয়েছে হরভজনের সঙ্গে।

ক্রিকেটার হরভজন সিনেমায় একেবারে অন্য আঙ্গিকে ধরা দিয়েছেন। অ্যাকশন থেকে ডান্সিং, সব রকম ভূমিকাতেই দেখা গিয়েছে ভাজ্জিকে। ২২ গজে দুসরায় বিপক্ষ ব্যাটসম্যানকে নাকানিচোবানি খাওয়ানো ভাজ্জি এ বার রুপোলি পর্দায় নাচে মোহিত করলেন দর্শকদের। তামিল সিনেমাটির পরিচালনা করেছেন জন পল রাজ ও শ্যাম সূর্য। আজই মুক্তি পেল হরভজন সিংয়ের সিনেমা। পরে অনলাইন প্ল্যাটফর্মেও দেখা যাবে সিনেমাটি। ভাজ্জির সিনেমার শুভকামনা করে টুইট করেছেন একদা সতীর্থ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

গত আইপিএলেই ২ কোটি টাকায় হরভজন সিংকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে তাঁকে। ৪১ বছরের অফস্পিনার আইপিএলের প্রথম সংস্করণ থেকেই খেলছেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। পরের ২ বছর ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলেছেন ভাজ্জি।