Virat Kohli: অখুশি বোর্ড কাড়তে পারে বিরাটের ওয়ান ডে ক্যাপ্টেন্সিও!

বোর্ডের সূত্রের আরও একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরাট কোহলি নাকি কয়েকদিন আগে নির্বাচক কমিটিকে প্রস্তাব দেন, সহ অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরানো হোক। কারণ হিসেবে তুলে ধরেন, রোহিতের বয়স ৩৪। তাঁর পরিবর্তে এমন কাউকে ভাইস ক্যাপ্টেন করা হোক, যে বয়সে বিরাটের তুলনায় ছোট। উদাহরণ হিসেবে ওয়ানডে-তে লোকেশ রাহুল এবং টি-টোয়েন্টিতে ঋষভ পন্থের নাম প্রস্তাব রাখেন কোহলি।

Virat Kohli: অখুশি বোর্ড কাড়তে পারে বিরাটের ওয়ান ডে ক্যাপ্টেন্সিও!
বিরাট কোহলি (ছবি: টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 1:38 PM

মুম্বই: টি-টোয়েন্টির (T-20) পর কি তাহলে ওয়ানডে-তেও (ODI)? প্রশ্ন ঘোরাফেরা করছে বোর্ডের (BCCI) অন্দরে। বিশ্বকাপের ঠিক একমাস আগেই কোহলি জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পর তিনি ক্যাপ্টেন্সি করবেন শুধুমাত্র টেস্ট আর ওয়ানডে-তে। ব্যাটিংয়ে মনঃসংযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত রান মেশিনের। কিন্তু কোহলির (Virat Kohli) এই সিদ্ধান্তকে কি ভালো চোখে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড? প্রশ্ন খোদ বোর্ডের অন্দরেই। বোর্ডের একাংশ মনে করছে, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার পর একদিনের ক্রিকেটেও কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হতে পারে। বিরাটকে শুধুমাত্র টেস্টের ক্যাপ্টেন করে রাখতে পারে বোর্ড। সীমিত ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন্সির দায়িত্ব থাকবে রোহিত শর্মার কাঁধে। কোহলির ‘চাপ’ সরাতে হয়তো এই পদক্ষেপই নেবে সৌরভের বোর্ড। একাংশের মত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগেই কোহলির এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না বোর্ড কর্তারা। তাঁদের মতে, এতে দলের মনোবলে ধাক্কা খাবে। ইতিমধ্যেই রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর কোচিং করাবেন না। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতি বোর্ডের অন্দরে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি ওভারের ফরম্যাটে সাফল্য নেই ভারতের। মরুশহরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তার আগে দলের অন্দরে নেতিবাচক ভাবনা মনোবলে ধাক্কা দেবে বলেই মনে করছে বোর্ডের একটা অংশ। গতকাল কোহলির ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত সহজেই মেনে নিয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিব জয় শাহ (Jay Shah)। বোর্ডের সূত্রের আরও একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরাট কোহলি নাকি কয়েকদিন আগে নির্বাচক কমিটিকে প্রস্তাব দেন, সহ অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরানো হোক। কারণ হিসেবে তুলে ধরেন, রোহিতের বয়স ৩৪। তাঁর পরিবর্তে এমন কাউকে ভাইস ক্যাপ্টেন করা হোক, যে বয়সে বিরাটের তুলনায় ছোট। উদাহরণ হিসেবে ওয়ানডে-তে লোকেশ রাহুল এবং টি-টোয়েন্টিতে ঋষভ পন্থের নাম প্রস্তাব রাখেন কোহলি। এই বিষয়টাকে মোটেই ভালো ভাবে মেনে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমিত ওভারে অধিনায়ক কোহলির সাফল্য আকাশছোঁয়া নয়। তাই বোর্ড বিরাটের এই প্রস্তাবে সায় দেয়নি। টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে কোহলি নিজেকে সরিয়ে নেওয়ায়, বোর্ডের হাতে অস্ত্র বেড়ে গেল বলেই মনে করছে একাংশ। তবে যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করবে না সৌরভের বোর্ড। বিশ্বকাপ শেষে ভারতীয় ক্রিকেটের মোড় কোন পথে গড়ায় সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন: Virat Kohli: সচিন-পথ বেছে নিল বিরাট