ISL 2022-23: আইএসএল ডার্বিতে কে কতটা এগিয়ে, জেনে নিন বিস্তারিত

অতীতের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, আইএসএল ডার্বিতে এগিয়ে রয়েছে মোহনবাগান। নতুন মরসুম শুরু হওয়ার আগে ফিরে দেখা গত দুই মরসুমে আইএসএল ডার্বির ফলাফল।

ISL 2022-23: আইএসএল ডার্বিতে কে কতটা এগিয়ে, জেনে নিন বিস্তারিত
আইএসএল ডার্বিতে কে কতটা এগিয়ে, জেনে নিন বিস্তারিত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 7:30 AM

কোচি: আইএসএলের (ISL) দামামা বেজে গিয়েছে। এ বারের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু হতে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানের (ATK Mohun Bagan) লড়াই। ডার্বি মানেই ফুটবলপ্রেমীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা দেখা দেয়। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রথম প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ১০ অক্টোবর প্রথম ম্য়াচে নামবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নায়িন এফসি। আইএসএলের মঞ্চে এ বারের কলকাতা ডার্বি হবে যথাক্রমে ২৯ অক্টোবর এবং নতুন বছরের ২৫ ফেব্রুয়ারি। অতীতের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, আইএসএল ডার্বিতে এগিয়ে রয়েছে মোহনবাগান। নতুন মরসুম শুরু হওয়ার আগে ফিরে দেখা গত দুই মরসুমে আইএসএল ডার্বির ফলাফল।

২০২০-২১ মরসুমে ইস্ট-মোহন ডার্বির দুটিতেই জিতেছিল মোহনবাগান। প্রথম কলকাতা ডার্বিতে তিলক ময়দান স্টেডিয়ামে ২-০ ইস্টবেঙ্গলকে হারিয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় ডার্বিতে ফতোরদা স্টেডিয়ামে কলকাতা ডার্বি জিতেছিল সবুজ-মেরুন শিবির।

২০২০-২১ মরসুমের ইস্ট-মোহন ডার্বির ফল –

১) ২০২০ সালের ২৭ নভেম্বর – এটিকে মোহনবাগান ২ – এসসি ইস্টবেঙ্গল ০ মোহনবাগানের হয়ে আইএসএলের কলকাতা ডার্বিতে গোল করেছিলেন রয় কৃষ্ণা ও মনবীর।

২) ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি – এটিকে মোহনবাগান ৩ – এসসি ইস্টবেঙ্গল ১ মোহনবাগানের হয়ে সেই ডার্বিতে তিনটি গোল করেছিলেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ও জাভি হার্নান্ডেজ। লাল-হলুদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন তিরি (আত্মঘাতী গোল)।

২০২১-২২ মরসুমের কলকাতা ডার্বির ছবিটাও ২০২০-২১ মরসুমের মতো। প্রথম ডার্বিতে তিলক ময়দান স্টেডিয়ামে ৩-০ জিতেছিল এটিকে মোহনবাগান। এর পর গত মরসুমের দ্বিতীয় ডার্বিতে ৩-১ জিতেছিল সবুজ-মেরুন শিবির।

২০২১-২২ মরসুমের ইস্ট-মোহন ডার্বির ফল –

১) ২০২১ সালের ২৭ নভেম্বর – এটিকে মোহনবাগান ৩ – এসসি ইস্টবেঙ্গল ০ সবুজ-মেরুন শিবিরের হয়ে সেই ডার্বিতে গোল করেছিলেন – রয় কৃষ্ণা, মনবীর ও লিস্টন কোলাসো।

২) ২০২২ সালের ২৯ জানুয়ারি – এটিকে মোহনবাগান ৩ – ইস্টবেঙ্গল ১ আইএসএলে গত মরসুমে এটিকে মোহনবাগানের জার্সিতে সকলের নজর কেড়েছিলেন জামশিদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি। ২০২১-২২ মরসুমের দ্বিতীয় ডার্বিতে কিয়ানের হ্যাটট্রিকেই জিতেছিল মোহনবাগান। লাল-হলুদ শিবিরের হয়ে একমাত্র গোল করেছিলেন সিডোয়েল।

(এটিকে পরবর্তীকালে মোহনবাগানের সঙ্গে মার্জ করে যাওয়ায়, আলাদা করে এটিকের পরিসংখ্যান দেওয়া হল না।)