ISL 2022: মোহনবাগানকে হারিয়ে আইএসএল ফাইনালে কেরালার সামনে হায়দরাবাদ
Mohun Bagan: সেমিফাইনাল জিতে প্রথমবার ট্রফির সামনে দাঁড়িয়ে হায়দরাবাদ এফসি। রবিবার ফাইনালে তাদের সমানে কেরালা ব্লাস্টার্স। তাদের সামনেও সুযোগ প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার।
মোহনবাগান: ১ (২) রয় কৃষ্ণা (৭৯’)
হায়দরাবাদ এফসি : ০ (৩)
পানাজি: হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে ৩-১ এক গোলে পিছিয়ে থেকে আইএসএলের (ISL 2022) সেমিফাইনালে মাঠে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan)। লক্ষ্যটা পরিস্কার ছিল সবুজ মেরুনের সামনে। শুরু থেকেই আক্রমণে যেতে হবে। সেটাই ছিল হুয়ান ফেরান্দোর পরিকল্পনা। একসঙ্গে মাঠে তাই চারজন ফরোয়ার্ড। রয় কৃষ্ণা (Roy Krishna) হুগো বোমাসের সঙ্গে লিস্টন কোলাসো (Liston Colaco) ও কিয়ান নাসিরিকে মাঠে নামিয়েছিলেন বাগান কোচ। গোল করতে হবে, সঙ্গে নতুন করে গোল খাওয়া চলবে না। কিন্তু দলের ডিফেন্সের অন্যতম তারকা তিরি চোটের জন্য বাইরে। সেই অভাব ঢেকে আক্রমণে দাপট রাখতে প্রবীর দাসকে শুরু থেকে মাঠে নামানো হয়েছিল। তবে এত পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে এল না। একের পর এক আক্রমণ করে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয় মোহনবাগানের। কিন্তু সেমিফাইনাল থেকেই বিদায় গতবারের রানার্সদের।
FULL-TIME | #ATKMBHFC@HydFCOfficial hold on to their lead ? @atkmohunbaganfc and create history by reaching their first-ever #HeroISL Final! ?#LetsFootball pic.twitter.com/MMH0Gw1Cql
— Indian Super League (@IndSuperLeague) March 16, 2022
খেলার প্রথমার্ধে দাপট দেখাল মোহনবাগান। বল দখলের লড়াই থেকে পাসিং। সব কিছুতেই হায়দরাবাদ এফসিকে টেক্কা দেয় সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু প্রথম লেগে ১-৩ গোলে পিছিয়ে থাকা দলের জন্য প্রয়োজন গোল করা ও প্রতিপক্ষকে গোলের সুযোগ না দেওয়া। চারজন ফরোয়ার্ড নামিয়েও গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। গোল লক্ষ্য করে মাত্র তিনটি শট। কিন্তু কোনও ভাবেই কাট্টিমানিকে পরীক্ষার মুখে ফেলা যায়নি। সময় যত গড়াতে শুরু করল ততই চাপ বাড়তে শুরু করল মোহনবাগান ফুটবলারদের ওপর। ততই যেন খেই হারাতে শুরু করলেন মোহনবাগান ফুটবলাররা। তুলনায় ওগবেচেরা অনেক বেশি শান্ত। গোল আটকাতে পারলেই তাদের কাজ হাসিল। সেটাই তার শুরু থেকে শেষ পর্যন্ত করে গেল। পাশাপাশি মাঝে মধ্যে মোহনবাগান বক্সে হানা দিয়ে প্রতিপক্ষের রক্তচাপ বারিয়ে গেল হায়দরাবাদ এফসি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে হায়দরাবাদ বক্সে আক্রমণের ঝড় তোলার চেষ্টা মোহনবাগানের। লিস্টন কৃষ্ণারা একাধিক সুযোগ তৈরি করলেন। চাপের মধ্যে নিজের দলের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরলেন প্রবীর দাস। ৬৯ মিনিটে সন্দেশকে তুলে মনবীরকে মাঠে নামিয়ে দেন ফেরান্দো। ৭৯ মিনিটে লিস্টনের পাস থেকে রয় কৃষ্ণার গোলে ব্যাবধান কমাল মোহনবাগান। তবে বাকি সময়টা চাপের মুখে ডিফেন্সে খিল দিতে সমস্যা হয়নি হায়দরাবাদের। সেমিফাইনাল জিতে প্রথমবার ট্রফির সামনে দাঁড়িয়ে হায়দরাবাদ এফসি। রবিবার ফাইনালে তাদের সমানে কেরালা ব্লাস্টার্স। তাদের সামনেও সুযোগ প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার।
মোহনবাগান: অমরিন্দর, প্রীতম, সন্দেশ (মনবীর), শুভাশিস, প্রবীর, ম্যাকহিউ (উইলিয়ামস), কাউকো, বোমাস, লিস্টন, কৃষ্ণা, কিয়ান (আশুতোষ)
আরও পড়ুন : East Bengal: ফুটবল উন্নয়নে গাঁটছড়া ইস্টবেঙ্গল ও শেখ রাসেল ক্রীড়াচক্রের