East Bengal: ফুটবল উন্নয়নে গাঁটছড়া ইস্টবেঙ্গল ও শেখ রাসেল ক্রীড়াচক্রের
ইনভেস্টর শ্রী সিমেন্টের হাত ধরেই আইএসএলে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের। কিন্তু চুক্তি নিয়ে দু'পক্ষের সমস্যার শুরু। শুধু ইনভেস্টর হিসেবে নয়, ক্লাবের পুরো দায়িত্ব নিতে চেয়েছিল শ্রী সিমেন্ট। তাতে রাজি ছিলেন না ইস্টবেঙ্গল কর্তারা। চুক্তিতে সই করলে ক্লাবের দখল হাত থেকে চলে যেতে পারে, এমনই ধারণা ছিল। সেখান থেকেই শুরু জটিলতার।
কলকাতা: আইএসএলে (ISL) কি ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে শেখ রাসেল ক্রীড়াচক্র? নতুন ইনভেস্টর হিসেবে হতে চলেছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ (Bashundhara Group)? তামাম লাল-হলুদ সমর্থক থেকে শুরু করে ময়দান খুঁজছে এই প্রশ্নের উত্তর। ঠিক তখনই ওপার বাংলা গিয়ে শেখ রাসেলের কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারল ইস্টবেঙ্গলের চার সদস্যের সফরকারী দল। শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহসচিব রূপক সাহারা হাজির ছিলেন। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকে প্রাথমিক ভাবে কিছু ব্যাপারে সম্মতি হয়েছেন শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভির। বাংলাদেশের ক্লাবের পরিকাঠামো ঘুরে দেখেছেন লাল-হলুদ কর্তারা।
বৈঠকে কী আলোচনা হল? ঢাকা থেকে ফোনে দেবব্রত বললেন, ‘প্রাথমিক ভাবে অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ওঁরা সম্মতও হয়েছে আমাদের প্রস্তাবে। তবে, আলোচনার এই শুরু। আরও কয়েক ধাপ বাকি আছে। সেগুলো ঠিকঠাক উতড়ে গেলে বলতে পারব, ভালো খবর অপেক্ষা করে রয়েছে।’
ইনভেস্টর শ্রী সিমেন্টের হাত ধরেই আইএসএলে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের। কিন্তু চুক্তি নিয়ে দু’পক্ষের সমস্যার শুরু। শুধু ইনভেস্টর হিসেবে নয়, ক্লাবের পুরো দায়িত্ব নিতে চেয়েছিল শ্রী সিমেন্ট। তাতে রাজি ছিলেন না ইস্টবেঙ্গল কর্তারা। চুক্তিতে সই করলে ক্লাবের দখল হাত থেকে চলে যেতে পারে, এমনই ধারণা ছিল। সেখান থেকেই শুরু জটিলতার। এই মরমুসে আইএসএল খেলতে গিয়ে ক্লাব ও ইনভেস্টারের সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। তার পর থেকেই নতুন ইনভেস্টর খুঁজতে নেমে পড়ে ইস্টবেঙ্গল। বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা শুরু হয়। তারই ফল হিসেবে এই ফিরতি সফর।
ইস্টবেঙ্গলের তরফ থেকে জানাল হল, এশিয়ান ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্টবেঙ্গল ক্লাব যৌথ ভাবে কাজ করবে। দুই বাংলায় ফুটবলকে আবার তুলে ধরাই হবে লক্ষ্য। উন্নয়ন থেকে শুরু করে ফুটবল পরিকাঠামো, নতুন প্রতিভা তুলে আনার চেষ্টা করবে দুই ক্লাব।
আরও পড়ুন: Ranji Trophy: ইডেনে হাজার রানের পাহাড়ে চেপে বসল ঝাড়খণ্ড
আরও পড়ুন: Novak Djokovic: কোভিডবিধি রদ সুখবর এনে দিল জোকারের জন্য
আরও পড়ুন: IPL 2022: পাশ করে বিতর্ক মেটালেন হার্দিক