IPL 2022: পাশ করে বিতর্ক মেটালেন হার্দিক

Hardik Pandya: কার্যত সতর্কই করা হয়েছিল তাঁকে। ফিটনেস যদি সন্তোষজনক না হয় তাঁর, আইপিএল (IPL 2022) খেলার সুযোগ নাও পেতে পারেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অবশ্য তা উতরে গেলেন সম্মানের সঙ্গে।

IPL 2022: পাশ করে বিতর্ক মেটালেন হার্দিক
IPL 2022: পাশ করে বিতর্ক মেটালেন হার্দিকImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 7:10 PM

বেঙ্গালুরু: কার্যত সতর্কই করা হয়েছিল তাঁকে। ফিটনেস যদি সন্তোষজনক না হয় তাঁর, আইপিএল (IPL 2022) খেলার সুযোগ নাও পেতে পারেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অবশ্য তা উতরে গেলেন সম্মানের সঙ্গে। বোর্ডের কড়া নজরের সামনেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাশ করলেন ফিটনেস টেস্ট। শুধু ফিটনেস টেস্ট দেওয়াই নয়, বোলার হার্দিকেও সন্তুষ্ট বোর্ড। ভারতীয় অলরাউন্ডারকে পুরনো ছন্দেই বোলিং করতে দেখা গিয়েছে। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেন হয়েছেন তিনি। পুরো আইপিএল মরসুম তো বটেই, সাদা বলের ক্রিকেটেও নতুন করে ফিরে আসতে চান হার্দিক। তাই বিতর্ক মেটাতে তাঁর ফিটনেস মান দেখে নিতে চেয়েছে বোর্ড। এনসিএ-র ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ, এনসিএ-র ফিজিও, ভারতীয় টিমের ফিজিও নীতিন প্যাটেল ফিটনেস টেস্ট নিয়েছেন হার্দিকের।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘চোট সারিয়ে যারা ফিরছে ক্রিকেটে, তাদের জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক ছিল। আইপিএল গাইডলাইন মেনে হার্দিকের ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। তাতে ও পাশ করেছে। ও কেমন বোলিং করছে, সেটা এনসিতে দেখানোর দরকার ছিল না। কিন্তু ও যথেষ্ট সময় ধরে বোলিং করেছে। ১৩৫ কিমি গতি ও বোলিং করেছে। ফিটনেসের ক্ষেত্রে ইওইও টেস্ট নেওয়া হয়েছে ওর। তাতে ১৭ স্কোর করেছে হার্দিক। যা ফিটনেস মানের থেকে বেশ উঁচুতেই।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হার্দিকের ফিটনেস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বলা হয়েছিল, পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও তিনি ভারতীয় টিমের হয়ে বিশ্বকাপ খেলেছেন। এবং নিজের ফিটনেস সংক্রান্ত সমস্যা গোপন রেখেছিলেন বোর্ডের কাছে। তাতেই বিপদে পড়েন হার্দিক। তবে, মুম্বইয়ে নিজের ফিটনেস মান বাড়ানোর কাজ শুরু করে দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আইপিএলের আগে বোর্ডের চাপের কাছে নতিস্বীকার করেই যোগ দেন এনসিএ-তে।

বোর্ডের ওই কর্তা বলছেন, ‘ফিটনেস টেস্ট চোট সারিয়ে ফিরে আসা যে কোনও ক্রিকেটারের কাছে বাধ্যতামূলক। গতবার কাঁধের অস্ত্রোপচারের পর আইপিএলে ফেরার আগে শ্রেয়সকেও ফিটনেস টেস্ট পাশ করতে হয়েছিল। কেউই এর ব্যতিক্রম নয়।’

আরও পড়ুন: IPL 2022: দিল্লি ক্যাপিটালসের বাস ভাঙচুর, আটক চার

আরও পড়ুন: IPL 2022: পিঙ্ক আর্মিতে যোগ দিয়ে কি হ্যাকার হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল?

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে সুরেশ রায়নার কামব্যাক