IPL 2022: দিল্লি ক্যাপিটালসের বাস ভাঙচুর, আটক চার

ঋষভ পন্থের দল এবার প্রথম ম্যাচ খেলবে ২৭ মার্চ। প্রতিপক্ষ আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। খেলা হবে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। প্রস্তুতিও তুঙ্গে। দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ, কোচ রিকি পন্টিংরা।

IPL 2022: দিল্লি ক্যাপিটালসের বাস ভাঙচুর, আটক চার
হামলার ঘটনাকে খুব একটা হালকা ভাবে নিচ্ছে না মুম্বই পুলিশ। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 6:49 PM

মুম্বই: হাতেগোনা কয়েকটা দিন বাকি আইপিএল (IPL 2022) শুরু হতে। তার আগে মঙ্গলবার মাঝরাতে মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) টিম বাসে হামলার ঘটনা। মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (MNS) সদস্যরা কোনও একটি কারণে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সামনে ছিল দিল্লি ক্যাপিটালসের টিম বাস। ঋষভ পন্থের (Rishabh Pant) দলের কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ ছিলেন না সেই বাসে। বাসটি হোটেলের বাইরে পার্ক করা ছিল। সেই বাসেই হামলা চালায় নব নির্মাণ সেনার সদস্যরা। বাসের কাঁচ ভাঙার পর পর দাবি দাওয়া লেখা পোস্টার সেঁটে দেওয়া হয় টিম বাসের গায়ে। এবার গোটা আইপিএলের লিগ পর্বটা অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে। খেলা শুরুর আগে মুম্বইয়ের (Mumbai) এই ছবি দেখে ক্রিকেট মহলের মহলে প্রশ্ন, ক্রিকেটারদের নিরাপত্তা কোথায়? প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকার। বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে স্বত প্রনদিত মামলা দায়ের করে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বই পুলিশ সুত্রে খবর, মহারষ্ট্র নব নির্মান সেনার পরিবহন বিভাগের সহ-সভাপতি প্রশআন্ত গান্ধি সহ চারজনকে আটক করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশর পক্ষ থেকে। যার মধ্যে আছে সংবিধানের ১৪৩, ১৪৭, ১৪৯, ৪২৭ নম্বর ধারা। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে এফআইএর দায়ের করেছে মুম্বই পুলিশ।

যখন এই ঘটনা ঘটেছে, তখন ক্রিকেটাররা হোটের ভেতরে। তাই তাদের গায়ে কোনও আঁচ লাগানি। মুম্বই ও পুণেতেই ১০টি দল তাঁদের শিবির তৈরি করেছে। হোটেল থেকে ক্রিকেটারদের মাঠে যাওয়ার জন্য নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। আগামীতে সেই নিরাপত্তা আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হতে পারে। দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে যদিও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ঋষভ পন্থের দল এবার প্রথম ম্যাচ খেলবে ২৭ মার্চ। প্রতিপক্ষ আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। খেলা হবে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। প্রস্তুতিও তুঙ্গে। দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ, কোচ রিকি পন্টিংরা।

আরও পড়ুন: IPL 2022: পিঙ্ক আর্মিতে যোগ দিয়ে কি হ্যাকার হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল?