Mohun Bagan Election: শুধুমাত্র কার্যকরী কমিটিতে ভোট হওয়ার সম্ভাবনা
মোহনবাগান (Mohun Bagan) ক্লাব নির্বাচনের জন্য ২৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। দেবাশিস দত্তদের বিভাগীয় পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসছেন। এটা একপ্রকার নিশ্চিত। তবে ১১জনের কার্যকরী কমিটিতে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) ক্লাব নির্বাচনের জন্য ২৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। দেবাশিস দত্তদের বিভাগীয় পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসছেন। এটা একপ্রকার নিশ্চিত। তবে ১১জনের কার্যকরী কমিটিতে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ১৩ জনের স্ক্রুটিনি করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। বৃহস্পতিবার বাকিদের স্ক্রুটিনি করবে নির্বাচনী বোর্ড। তারপরই বোঝা যাবে, কার্যকরী কমিটিতে ভোট হবে কিনা।
এ দিকে, বাগানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী গোষ্ঠীর এক কর্তা। তাঁর অভিযোগ, ‘মনোনয়ন প্রত্যাহারের জন্য আমাকে বারবার চাপ দেওয়া হয়। ফোন করে বিভিন্ন ভাবে অনেক কথা শোনায়। তবে আমি মনোনয়ন প্রত্যাহার করব না। আমি মনে করি, স্বচ্ছ ভাবে নির্বাচন হওয়া উচিত। আমার পরিবারও ভীত সন্ত্রস্ত। পুরো বিষয়টি নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। ময়দান থানাকেও বিষয়টা অবগত করেছি। স্ক্রুটিনির পর আমার নাম বাদ দেওয়ার চক্রান্তও টের পাচ্ছি।’ যদিও কে বা কারা তাঁকে চাপ দিচ্ছেন, সেই বিষয়ে কারও নাম প্রকাশ্যে বলেননি সেই বিরোধী গোষ্ঠীর কর্তা।
বিরোধী গোষ্ঠীর কর্তার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাগানের সচিব পদপ্রার্থী দেবাশিস দত্ত। হকি সচিব পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন আর এক বিরোধী গোষ্ঠীর কর্তা। কিন্তু মনোনয়ন প্রক্রিয়ায় গলদ থাকায় তাঁর মনোনয়ন খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল। কার্যকরী কমিটির প্রত্যেকের মনোনয়ন গৃহীত হলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে, সেখানে ভোট হবে। কার্যকরী কমিটিতে থাকতে পারবেন ১১জন। ১২ জনের মনোনয়ন জমা পড়েছে। সেক্ষেত্রে প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১১জন কার্যকরী কমিটিতে আসবেন।
আরও পড়ুন: East Bengal: ফুটবল উন্নয়নে গাঁটছড়া ইস্টবেঙ্গল ও শেখ রাসেল ক্রীড়াচক্রের
আরও পড়ুন: Ranji Trophy: ইডেনে হাজার রানের পাহাড়ে চেপে বসল ঝাড়খণ্ড
আরও পড়ুন: IPL 2022: পিঙ্ক আর্মিতে যোগ দিয়ে কি হ্যাকার হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল?