Novak Djokovic: কোভিডবিধি রদ সুখবর এনে দিল জোকারের জন্য
French Open: অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিষেধক না নেওয়ার জন্যই খেলতে পারেননি তিনি। সার্বিয়ান টেনিস তারকাকে নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি অস্ট্রেলিয়া ও সার্বিয়া এই ইস্যু নিয়ে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েও পড়েছিল। তখনই বলা হয়েছিল, ইউরোপের অন্যান্য দেশগুলোতেও প্রতিষেধক না নেওয়া জোকারের পক্ষে পা রাখা মুশকিল। কিন্তু ফরাসি ওপেনের আয়োজকদের এই ঘোষণা নিশ্চিত ভাবেই জোকারকে স্বস্তি দিল।
প্যারিস: নোভাক জকোভিচের (Novak Djokovic) জন্য সুখবর, ফরাসি ওপেনে নামতে কোনও বাধা রইল না তাঁর। বুধবারই ঘোষণা করে দিল ফরাসি ওপেনের (French Open) আয়োজকরা। নতুন কোভিড-বিধি প্রকাশের পর বলা হয়েছিল, ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেনেও নামতে পারবেন না জোকার। অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিষেধক না নেওয়ার জন্যই খেলতে পারেননি তিনি। সার্বিয়ান টেনিস তারকাকে নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি অস্ট্রেলিয়া ও সার্বিয়া এই ইস্যু নিয়ে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েও পড়েছিল। তখনই বলা হয়েছিল, ইউরোপের অন্যান্য দেশগুলোতেও প্রতিষেধক না নেওয়া জোকারের পক্ষে পা রাখা মুশকিল। কিন্তু ফরাসি ওপেনের আয়োজকদের এই ঘোষণা নিশ্চিত ভাবেই জোকারকে স্বস্তি দিল। শেষ বার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচই। খেতাব ধরে রাখার জন্যই তিনি কোর্টে নামবেন। শুধু তাই নয়, অতিমারির পর এই প্রথম ফরাসি ওপেনে কোনও কোভিড-বিধি থাকছে না।
সোমবারই করোনা সম্পর্কিত যাবতীয় বিধিনিষেধ তুলে নিয়েছে ফরাসি সরকার। শুধু হাসপাতাল, নার্সিংহোম এবং গণপরিবহনের ক্ষেত্রে কিছু নিয়ম এখনও আছে। এর অর্থই হল দর্শক ভরা গ্যালারি নিয়ে ফসারি ওপেন হবে রোলাঁ গারোয়। ফরাসি ওপেনের ডিরেক্টর অমিলি মোরেসমো বলেছেন, ‘এখন যা পরিস্থিতি, তাতে নোভাক জকোভিচের ফরাসি ওপেনে নামতে কোনও বাধা রইল না।’
এই প্রজন্মের তিন তারকা রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ২০টা গ্র্যান্ড স্লামে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু নাদাল অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেই বন্ধনী ভেঙে বেরিয়ে এসেছেন। নোভাকও যথেষ্ট ফর্মে আছেন। সেই সঙ্গে রোলাঁ গারোয় বরাবরই তাঁর ট্র্যাক রেকর্ড দুরন্ত। অস্ট্রেলিয়ান ওপেনের পর দুবাই ওপেনে নামলেও ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আমেরিকায় পা দিতে হলেও তাঁকে ভ্যাকসিন নেওয়ার সপক্ষে তথ্য পেশ করতে হবে। করোনার প্রতিষেধক না নেওয়া জোকার ওই দুটো টুর্নামেন্ট থেকে যে কারণে সরে দাঁড়িয়েছেন। ফ্রান্সে ঢুকতে হলে সে সব তথ্য পেশ করতে হবে না তাঁকে।
ফরাসি টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট জাইলস মোরেট্টন বলেছেন, ‘করোনা এখনও যায়নি। সেই কারণেই আমাদের সতর্ক থাকতে হবে। যদি করোনা আবার ফিরে আসে সরকারকে নতুন করে নানা নিয়ম বলবৎ করতে হবে। আর সেই নিয়ম থেকে কিন্তু আমরাও বাদ পড়ব না।’ একই সঙ্গে তিনি বলছেন, ‘আমরা অবশ্য ফরাসি ওপেনের জন্য টিকিট বিক্রি শুরু করে দিয়েছি। ৬ লক্ষ টিকিটের মধ্যে ৫ লক্ষ বিক্রি হয়ে গিয়েছে। রাতের সেশনের দেড় লক্ষ টিকিটের মধ্যে ১ লক্ষ বিক্রি হয়ে গিয়েছে।’
পরিস্থিতি যাই হোক না কেন, রোলাঁ গারোয় দু’বছর পর ফিরতে চলেছে প্রাণ। ভরপুর দর্শকদের মধ্যেই হবে ফরাসি ওপেন। নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল তার কেন্দ্রবিন্দু হতে চলেছেন।
আরও পড়ুন: IPL 2022: পাশ করে বিতর্ক মেটালেন হার্দিক
আরও পড়ুন: Anirban Lahiri: জানেন, কোন বাঙালি গল্ফার রাতারাতি ১৭ কোটি টাকার মালিক?
আরও পড়ুন: Russia Ukraine Conflict: পুতিন বিরোধী হলেই রাশিয়ার খেলোয়াড়রা খেলতে পারবেন উইম্বলডনে