অল ইংল্যান্ড ওপেনে আজ ‘বড় দিন’ সাইনা, সিন্ধু, শ্রীকান্ত, লক্ষ্যর
All England Open: সব অর্থে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (All England Open) বৃহস্পতিবার 'বড় দিন' ভারতের।
লন্ডন: সব অর্থে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (All England Open) বৃহস্পতিবার ‘বড় দিন’ ভারতের। কোর্টে আবার নতুন ইনিংস শুরু করেছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় শাটলার গত এক দশক ধরে সাফল্য কম পাননি। কিন্তু গত তিন বছরের হিসেব ধরলে সাইনার মুঠোয় বড় কোনও খেতাব নেই। শুরু ভালো করেও নক আউট পর্যায়ে ছিটকে গিয়েছেন বারবার। গত বছর টোকিও গেমসে যোগ্যতাও অর্জন করতে পারেননি। সেই সাইনা নতুন করে ফিরে আসতে চাইছেন। অন্য দিকে, পিভি সিন্ধুর (PV Sindhu) কাছেও আজ লড়াই কম নয়। রিওর পর টোকিও— পর পর দুটো অলিম্পিক থেকে পদক পেয়েছেন ঠিকই, কিন্তু ওপেন টুর্নামেন্টে তেমন সাফল্য নেই তাঁর। সিন্ধু আবার ফিরে পেতে চান নিজের সেরা ফর্মে। কিদাম্বি শ্রীকান্তের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তিনিও শেষ কবে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন, মনে পড়বে না। জার্মান ওপেনের সেমিফাইনাল উঠতে পারেননি। গত বছর বিশ্ব মিটে অবশ্য ফাইনালে পৌঁছেও হেরে গিয়েছিলেন। সে দিক থেকে দেখলে লক্ষ্য সেন প্রত্যাশাপূরণ করছেন। বিশ্ব মিটের সেমিফাইনালে হেরেছিলেন। কিন্তু ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। জার্মান ওপেনের ফাইনালে হেরে গিয়েছেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপেও সেরাটাই দিতে শুরু করেছেন।
সাইনা বনাম আকানে ইয়ামাগুচি
প্রথম ম্যাচে স্ট্রেট গেমে জিতেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচই অত্যন্ত কঠিন হতে চলেছে সাইনার জন্য। ইয়ামাগুচির বিরুদ্ধে শেষ তিনটে ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় শাটলারকে। এই টুর্নামেন্টেই শেষবার দেখা হয়েছিল দু’জনের। সে দিক থেকে দেখলে ইয়ামাগুচির বিরুদ্ধে এটা তাঁর বদলার ম্যাচ। মুখোমুখি লড়াইয়ে ৯-১১ পিছিয়ে সাইনা।
পিভি সিন্ধু বনাম সায়াকা তাকাহাসি
জাপানি শাটলার আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় সিন্ধুর অন্যতম প্রতিপক্ষ। ইন্দোনেশিয়া মাস্টার্স, ফ্রেঞ্চ ওপেনের মতো বড় টুর্নামেন্টগুলোয় তাকাহাসির কাছে হেরে ছিটকে গিয়েছেন সিন্ধু। ৮ বার সাক্ষাতে চারবার হেরেছেন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার। এ বার আর তা চাইছেন না তিনি।
কিদাম্বি শ্রীকান্ত বনাম অ্যান্টনি সিনিসুকা জিন্টিং
ভারতের পারুপল্লি কাশ্যপকে প্রথম রাউন্ডের ম্যাচে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ার জিন্টিং। নিজের প্রথম ম্য়াচে জিতলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচ যে কঠিন হতে চলেছে শ্রীকান্তের, কোনও সন্দেহ নেই। বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার শ্রীকান্ত কিন্তু নিজের ফর্ম তুলে ধরার চেষ্টা করছেন। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রয়েছে ভারতীয় শাটলার। শেষ বার সিঙ্গাপুর ওপেনে শ্রীকান্ত হারিয়েছিলেন জিন্টিংকে। এ বারও কি তা-ই করে দেখাতে পারবেন তিনি?
লক্ষ্য সেন বনাম আন্দ্রেস অ্যান্টোনসেন
পর পর জয়ের ফলে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে অনেকটা উঠে এসে এখন ১১ নম্বরে লক্ষ্য। কিন্তু ডেনমার্কের আন্দ্রেসের বিশ্ব ব়্যাঙ্কিং ৩। তবে দুই প্লেয়ারই চমৎকার ফর্মে আছেন। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে চারটেতেই জিতেছেন দু’জন। কোর্টে এ বারই প্রথম মুখোমুখি নামবেন লক্ষ্য-আন্দ্রেস।