I League: কলকাতায় এবার ১৩ দলের আইলিগ, থাকছে অবনমন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 26, 2021 | 8:37 PM

ডিসেম্বরের মাঝামঝি সময় থেকে শুরু হবে আই লিগ। লিগ আয়োজনের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং আইএফএ-র সঙ্গে কথাও বলেছে ফেডারেশন।

I League: কলকাতায় এবার ১৩ দলের আইলিগ, থাকছে অবনমন
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: গত মরসুমের মতো এ মরসুমেও আই লিগ (I League) হবে কলকাতায় (Kolkata)। ফেডারেশনের লিগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত। শনিবার ভিডিয়ো কনফারেন্সের (Video Conference) মাধ্যমে ফেডারেশনের লিগ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সচিব কুশল দাস এবং আই লিগ সিইও সুনন্দ ধর।

গত মরসুমে সাফল্যের সঙ্গে কলকাতায় আই লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তাই এ বছরও কলকাতাকেই আই লিগের ভেনু হিসেবে বেছে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এ বারের আই লিগ হবে ১৩ দলের। গত মরসুমের মতোই হবে লিগের ফরম্যাট। লিগের ১৩ দল একে অপরের বিরুদ্ধে খেলার পর টেবিলের প্রথম ৭ দল খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। বাকি ৬ দল খেলবে রেলিগেশন রাউন্ড।

ডিসেম্বরের মাঝামঝি সময় থেকে শুরু হবে আই লিগ। লিগ আয়োজনের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং আইএফএ-র সঙ্গে কথাও বলেছে ফেডারেশন। AIFF-র তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, কোভিডের তৃতীয় ঢেউ শুরুর আগে কলকাতাই আই লিগের ভেনুর জন্য ঠিকঠাক জায়গা।

লিগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, এ মরসুমের আই লিগে অবনমন থাকছে। কোভিড পরিস্থিতির জন্য গত বছর অবনমন হয়নি কোনও দলের। তবে এ বছর অবনমন থাকছে। টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ড হবে ১০ দলের। খেলা বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: হঠাৎ চোট, অলিম্পিকে অনিশ্চিত হিমা

Next Article