UEFA Champions League: কোন পথে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে সেরা চার দল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 15, 2022 | 8:30 AM

জেনে নিন কোন পথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছেছে সেরা চার দল।

UEFA Champions League: কোন পথে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে সেরা চার দল
UEFA Champions League: কোন পথে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে সেরা চার দল
Image Credit source: Twitter

Follow Us

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শেষ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের জায়গা পাকা করে নিয়েছে সেরা চার দল। স্প্যানিশ লা লিগার দুই দল রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ভিলারিয়ালের (Villarreal) পর, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও লিভারপুলও (Liverpool) পৌঁছে গিয়েছে শেষ চারে। এবার সেমিফাইনালের লড়াইয়ে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটির প্রতিপক্ষ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এবং অন্যদিকে য়ুর্গেন ক্লপের লিভারপুলের প্রতিপক্ষ উনাই এমেরির ভিলারিয়াল।

জেনে নিন কোন পথে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে সেরা চার দল —

  1.  ম্যাঞ্চেস্টার সিটি – চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এ’-তে ছিল ম্যাঞ্চেস্টার সিটি। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের চারটিতে জয় ও দুটি হার নিয়ে গ্রুপ-এ-র শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠে ম্যান সিটি। এরপর শেষ ১৬-তে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পেপ গুয়ার্দিওলার দল। কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হারায় স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদকে। এ বার সেমিফাইনালের লড়াইয়ে ম্যান সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
  2.  লিভারপুল – চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘বি’-তে ছিল লিভারপুল। গ্রুপ পর্বে কোনও ম্যাচে না হেরেই পুরো ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছেছিল লিভারপুল। শেষ-১৬-তে ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ২-১ গোল ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকিট পায় ক্লপের দল। এরপর শেষ আটে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৬-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল লিভারপুল।
  3.  রিয়াল মাদ্রিদ – চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘ডি’-তে ছিল রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ৫টিতে জিতে ও একটিতে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে পরের রাউন্ডে যায় রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে পিএসজিকে ৩-২ গোলে হারায় রিয়াল। এর পর কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল চেলসি। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছেছে আনচেলত্তির দল।
  4.  ভিলারিয়াল – চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এফ’-এ ছিল ভিলারিয়াল। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ৩টিতে জিতে ও একটিতে ড্র ও ২টি হেরে পরের রাউন্ডে যায় ভিলারিয়াল। শেষ ষোলোতে ভিলারিয়ালের প্রতিপক্ষ ছিল জুভেন্তাস। সেখানে দুই লেগ মিলিয়ে জুভেন্তাসকে ৪-১ ব্যবধানে হারাল ভিলারিয়াল। এরপর শেষ আটে তারা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারায়। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ভিলারিয়াল জেতে ২-১ গোলে। ১৬ বছর পর ভিলারিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠেছে।

আরও পড়ুন: Kolkata Maidan: বারপুজোয় দুই প্রধানে থাকছে এলাহি আয়োজন

Next Article