FIFA U17 Women’s World Cup: ভারতীয় ফুটবলে ইতিহাস, মেয়েদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে রেফারি মেঘালয়ের রিয়োলাং

Aug 18, 2024 | 11:09 AM

২০০৯ সাল থেকে রেফারিংয়ের সঙ্গে যুক্ত রিয়োলাং ধর। এক সময় ফুটবল খেলতেন। খেলা ছাড়ার পরই তিনি মেঘালয়ে একটি রেফারির কোর্স করেন। তাতে আগ্রহ বাড়ার পর তিনি বুঝতে পারেন, রেফারিংয়ের সঙ্গে যুক্ত থাকলে ফুটবলের সঙ্গেও জড়িয়ে থাকবেন।

FIFA U17 Women’s World Cup: ভারতীয় ফুটবলে ইতিহাস, মেয়েদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে রেফারি মেঘালয়ের রিয়োলাং
FIFA U17 Women’s World Cup: ভারতীয় ফুটবলে ইতিহাস, মেয়েদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে রেফারি মেঘালয়ের রিয়োলাং

Follow Us

কলকাতা: একদিকে ডুরান্ড ডার্বি বাতিল নিয়ে উত্তাল ভারতীয় ফুটবল। সেই সময় খুশির খবর আনলেন মেঘালয়ের এক মেয়ে। নাম তাঁর রিয়োলাং ধর। ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে (FIFA U17 Women’s World Cup) সহকারী কোচের দায়িত্বে এ বার এক ভারতীয় মহিলা। দেশের দ্বিতীয় মহিলা রেফারি হিসেবে এই কীর্তি গড়তে চলেছেন রিয়োলাং। ডমিনিকান রিপাবলিকে হতে চলা ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে নামবেন তিনি।

মেঘালয়ের ৩৪ বছরের মেয়ে রিয়োলাং ধর এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ফিফার প্রত্যাশা পূরণের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে এটাও মনে রাখতে হবে যে, সেখানে আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। ভারতের পতাকা উচুতে তোলার জন্য আমি সব রকম চেষ্টা করব।’

মেঘালয়ের পুলিশ বিভাগে কাজ করেন রিয়োলাং ধর। এ বার তাঁর লক্ষ্য নিজেকে ফিফার অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে সফল প্রমাণিত করা। ১০ অক্টোবর থেকে ৩ নভেম্বর অবধি হবে এ বার অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ। রিয়োলাংয়ের আগে উভেনা ফার্নান্ডেজ ভারত থেকে প্রথম মহিলা সহকারী রেফারি হিসেবে বিশ্বকাপে দায়িত্ব সামলেছেন। তিনি ২০১৬ সালে জর্ডনে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে রেফারিং করেছিলেন।

২০০৯ সাল থেকে রেফারিংয়ের সঙ্গে যুক্ত রিয়োলাং ধর। এক সময় ফুটবল খেলতেন। খেলা ছাড়ার পরই তিনি মেঘালয়ে একটি রেফারির কোর্স করেন। তাতে আগ্রহ বাড়ার পর তিনি বুঝতে পারেন, রেফারিংয়ের সঙ্গে যুক্ত থাকলে ফুটবলের সঙ্গেও জড়িয়ে থাকবেন। এরপর পেশাদার রেফারি হওয়ায় মন দেন তিনি। একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে রেফারিং করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু রিয়লাংয়ের কথায় বিশ্বকাপের অভিজ্ঞতা আলাদা হতে চলেছে।

এআইএফএফএর অস্থায়ী সচিব মিস্টার. এম সত্যনারায়ণ বলেন, ‘রিয়োলাং ধর ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পেয়েছে। যা আমাদের কাছে স্বাধীনতা দিবসের উপহারের মতো। সম্প্রতি আমরা রেফারিদের উন্নতি নিয়ে কাজ শুরু করেছি। আমরা ৫ জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিযুক্ত করেছি। রিয়োলাংয়ের সুযোগ পাওয়া, ভারতে আরও মহিলা অফিসিয়ালদের সংখ্যা বাড়াবে।’

Next Article