AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, Kolkata Derby: বড় ম্যাচে দু-দলের দূর-‘দর্শন’-এ নজরে অনেক কিছু

East Bengal vs Mohun Bagan: আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে মোহনবাগান। শুধু তাই নয়। আইএসএলের পরিসংখ্যানেও। ডার্বিতে এখনও অবধি একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে। বাকি সবই জিতেছে মোহনবাগান। কিন্তু বড় ম্যাচ সব পরিসংখ্যানের ঊর্ধ্বে। এই ম্যাচে অবাক করা ঘটনা ঘটতে পারে। এমন কিছুরই প্রত্যাশা। একটা রুদ্ধশ্বাস লড়াই, সুন্দর ফুটবলের।

ISL, Kolkata Derby: বড় ম্যাচে দু-দলের দূর-'দর্শন'-এ নজরে অনেক কিছু
Image Credit: X, Emami East Bengal
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 3:00 AM
Share

বড় ম্যাচ। সব অর্থেই। দু-দলের জন্যই। ফুটবলাররাই শুধু নন, সমর্থকদের কাছেও। অপেক্ষা দীর্ঘ। মিটতে পারত ডুরান্ড কাপেই। কিন্তু ডুরান্ড কাপের বড় ম্যাচ শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল। সেরার সেরা ম্যাচ থেকে বঞ্চিত হয়েছিল বাংলা ও বাঙালি। অবশেষে সেই দিন। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। একদিকে আইএসএলের নতুন মরসুমে টানা চার ম্যাচ হার। এমন পরিস্থিতিতে বড় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। অন্য দিকে, মিনি ডার্বি জিতে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে মোহনবাগান। শুধু তাই নয়। আইএসএলের পরিসংখ্যানেও। ডার্বিতে এখনও অবধি একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে। বাকি সবই জিতেছে মোহনবাগান। কিন্তু বড় ম্যাচ সব পরিসংখ্যানের ঊর্ধ্বে। এই ম্যাচে অবাক করা ঘটনা ঘটতে পারে। এমন কিছুরই প্রত্যাশা। একটা রুদ্ধশ্বাস লড়াই, সুন্দর ফুটবলের।

ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ বাতিল হলেও মাঠের বাইরে অবাক দৃশ্য দেখা গিয়েছিল। খেলা মানে শুধুই বিনোদন নয়। একে অপরের পাশে দাঁড়ানোর। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে এমন দৃশ্যও দেখা গিয়েছে। মাঠে যতই রেষারেষি হোক, কিংবা গ্যালারিতে। প্রতিপক্ষ ফুটবলারের গুরুতর চোটে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তথাকথিত শত্রুপক্ষই। তেমনই মাঠের বাইরেও। ডুরান্ড ডার্বি বাতিল হলেও ‘তিলোত্তমা’-র পাশে দাঁড়াতে একজোট হয়েছিল দুই প্রধানের সমর্থকরা। সঙ্গে যোগ দিয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও। মাঠের বাইরে এক অন্য বড় ম্যাচ দেখেছিল তিলোত্তমা।

যুবভারতীতে আজ এমনই কিছু যেন হতে চলেছে। ব্যাকফুটে থাকা ইস্টবেঙ্গল, টানা হারে ক্লান্ত। তেমনই বিচারের দাবিতে অ-ক্লান্ত ফুটবলপ্রেমীরাও। যুবভারতী সবুজ গালিচায় যেমন দু-দল পয়েন্টের জন্য লড়াই চালাবে, তেমনই সমর্থকরাও গ্য়ালারিতে প্রিয় টিমের জন্য গলা ফাটাবে। আর সঙ্গে বিচারের দাবিতে প্রতিবাদ। ফুটবল আজ শুধুই বিনোদন, বদলা নয়। সবুজ গালিচায় সুন্দর ফুটবলের মাধ্যমে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার। যুবভারতী আজ কাকে জিততে দেখতে চায়? সমর্থকরা হয়তো সমস্বরে বলবেন, ফুটবল জিতুক আর জিতুক ‘তিলোত্তমা’।

এ বার না হয়, টিমের পরিস্থিতিতে আসা যাক। ওই যে শুরুতেই বলা হয়েছে, বড় ম্যাচ কোনও পরিসংখ্যান মানে না। এই ম্যাচ নতুন তারকার জন্ম দেয়। মোহনবাগান অনেক গোছানো দল। তারকারাও ছন্দে। আত্মবিশ্বাসেও অনেক এগিয়ে। অন্য দিকে, পারফরম্যান্সের দিক থেকে আন্ডারডগ ইস্টবেঙ্গল। এ বারের আইএসএলে হারের হ্যাটট্রিকের পরই হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বর্তী দায়িত্ব সামলেছেন বিনো জর্জ। নতুন হেড কোচ অস্কার ব্রুজো শহরে পৌঁছে গিয়েছেন। ডাগ আউটে তিনিও থাকবেন। তাই অতীত নয়, ইস্টবেঙ্গলের কাছে এ যেন নতুন শুরু।

ইস্টবেঙ্গল শিবিরে বাড়তি নজর থাকবে ডিফেন্ডার আনোয়ার আলির দিকে। গত মরসুমে যে দলের হয়ে খেলেছেন, আজ তারাই প্রতিপক্ষ। তাঁকে চুক্তি নিয়ে এখনও মামলা চলছে। তবে পরবর্তী শুনানির আগে অবধি আনোয়ারের খেলা নিয়ে সমস্যা নেই। আজকের ডার্বিতে লাল-হলুদ জনতার কাছে দক্ষতা প্রমাণের লড়াই আনোয়ারেরও। এক ম্যাচ নানা দিক।

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার