Mohun Bagan: অ্যাওয়ে ম্যাচে আজ মোহনবাগানের সামনে সুনীলরা

Bengaluru FC vs Mohun Bagan Super Giant: বেঙ্গালুরু এফসি টিম এবং তাদের সমর্থক। জোড়া প্রতিপক্ষর বিরুদ্ধেই কঠিন পরীক্ষা মোহনবাগানের। আইএসএলে অন্যতম সফল দল বেঙ্গালুরু এফসি। সাফল্যের দিক থেকে মোহনবাগানও একই জায়গায়। তবে পরিসংখ্যান নয়, ম্যাচের নির্ধারিত সময়ে যে টিম ভালো পারফর্ম করবে জয় তাদেরই।

Mohun Bagan: অ্যাওয়ে ম্যাচে আজ মোহনবাগানের সামনে সুনীলরা
Image Credit source: MOHUN BAGAN
Follow Us:
| Updated on: Sep 28, 2024 | 2:26 AM

শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। তাও আবার বদলা নিয়ে। ইন্ডিয়ান সুপার লিগে গত বারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান। এ বার প্রথম ম্যাচে ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও এক পয়েন্টই এসেছিল। এরপর এএফসির ম্যাচেও ড্র। অবশেষে গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সবুজ মেরুন। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরেছিল মোহনবাগান। তাদের বিরুদ্ধে বদলা নিয়েই এ মরসুমের আইএসএলে প্রথম জয়। এ বার পরীক্ষা অ্যাওয়ে ম্যাচে। সামনে বেঙ্গালুরু এফসি।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে যে কোনও দলকেই জোড়া প্রতিপক্ষর বিরুদ্ধে নামতে হয়। বেঙ্গালুরু এফসি টিম এবং তাদের সমর্থক। জোড়া প্রতিপক্ষর বিরুদ্ধেই কঠিন পরীক্ষা মোহনবাগানের। আইএসএলে অন্যতম সফল দল বেঙ্গালুরু এফসি। সাফল্যের দিক থেকে মোহনবাগানও একই জায়গায়। তবে পরিসংখ্যান নয়, ম্যাচের নির্ধারিত সময়ে যে টিম ভালো পারফর্ম করবে জয় তাদেরই। প্রথম ম্যাচ ড্র, দ্বিতীয় ম্যাচে জিতলেও মোহনবাগানের চিন্তা রক্ষণ ভাগ। দু-ম্যাচে চার গোল হজম।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের লক্ষ্য এই রোগ সারানো। মোহনবাগানের আক্রমণভাগ এ বার আরও শক্তিশালী করা হয়েছে। দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিংস ছিলেন। নেওয়া হয়েছে অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে। গত ম্যাচে আইএসএলে অভিষেকও হয়েছে। এ ছাড়াও মুম্বই সিটি এফসি থেকে সই করানো হয়েছিল গ্রেগ স্টুয়ার্টকেও। ম্যাকলারেন অবশ্য এখনও পুরোপুরি ফিট নন। তাঁকে অল্প সময়ের জন্য খেলিয়ে রেডি করছেন হোসে মোলিনা।

অ্যাওয়ে ম্যাচ হলেও দলের খেলার স্টাইল বদলাবে না, পরিষ্কার করে দিয়েছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। পরিষ্কার বলছেন, ‘হোম হোক বা অ্যাওয়ে, আমার কাছে সব ম্যাচ সমান। খেলার স্টাইলও একই থাকবে। কোন টুর্নামেন্ট, প্রতিপক্ষ কে, কোথায় খেলছি, বড় কথা নয়। ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরি। দলের ছেলেরা দাপটের সঙ্গে পারফর্ম করুক, সেটাই চাইব।’