চোটের তালিকায় দীর্ঘই ছিল ইস্টবেঙ্গলে। গত ম্যাচে আরও অস্বস্তি তৈরি করেছিল। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে। যদিও সমতা ফিরিয়েছিল লাল-হলুদ। মনে হচ্ছিল, এক পয়েন্ট নিয়ে অন্তত মাঠ ছাড়া যাবে। ভাঙাচোরা দল নিয়ে সেটাও বড় প্রাপ্তি হত। কিন্তু হিজাজি মাহেরের ব্যক্তিগত একটা ভুলে ডুবেছিল টিম। তার মধ্যে বড় ধাক্কা ছিল আনোয়ার আলির চোট। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে চোট লাগে। ম্যাচ শেষে হুইলচেয়ারে বেরোতে দেখা যায় আনোয়ার আলিকে। তাঁকে কি আদৌ শনিবারের ডার্বিতে পাওয়া যাবে?
গত ম্যাচে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে চোটে মাঠ ছেড়েছিলেন আনোয়ার। সে সময় দেখে গুরুতরই মনে হয়েছে। কোচ অস্কারও পুরোপুরি নিশ্চয়তা দিতে পারছেন না। তবে আশার আলো অবশ্যই দেখালেন। সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ম্যাচের এখনও অনেকটা সময় বাকি। দেখা যাক। আগের ম্যাচে অনেকটাই চোট পেয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি। সাউল ক্রেসপো অনুশীলন শুরু করলেও খেলার মতো জায়গায় নেই। সৌভিকও অনুশীলন করছে। ও অনেকটাই ফিট।’ যদিও এ দিন প্র্যাক্টিস করেননি আনোয়ার। টিমের সঙ্গে হাডলে যোগ দিয়েছিলেন। পায়ে এখনও ফোলা ভাব রয়েছে। টিমের সঙ্গে দেখা করলেও প্র্যাক্টিস না করেই মাঠ ছাড়েন।
ডার্বির আগে ইস্টবেঙ্গল অনুশীলনে গুপ্তচর! স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে অনুশীলনের ছবি তুলতে দেখা যায় কাউকে। তবে মাঠের বাইরের এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। মুম্বই ম্যাচে হারের প্রভাব কতটা ডার্বিতে ফেলতে পারে, এ প্রসঙ্গে বলছেন, ‘ধীরে ধীরে আমরা এগোতে চাইছি। আমরা টার্গেট করেছি প্রথম ছয়ে থাকার। দেখা যাক তা সম্ভব কি না। মুম্বই ম্যাচে কিছু ব্যক্তিগত ভুলের জন্য আমাদের পয়েন্ট নষ্ট হয়েছে। আমার মনে হয়, দলের মানসিকতায় তা প্রভাব ফেলবে না।’