East Bengal: কুয়াদ্রাতে মোহভঙ্গ! টিডি হিসেবে ভাসছে আই লিগ জয়ী কোচের নাম

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 23, 2024 | 11:30 PM

Indian Super League: সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু ছন্নছাড়া ফুটবলে কোচের উপর তাঁরা বীতশ্রদ্ধ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্লে অফ, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, আইএসএলের প্রথম দুই ম্যাচ- টানা চার ম্যাচ হেরে প্রশ্নের মুখে কুয়াদ্রাতের কোচিং।

East Bengal: কুয়াদ্রাতে মোহভঙ্গ! টিডি হিসেবে ভাসছে আই লিগ জয়ী কোচের নাম
Image Credit source: EAST BENGAL

Follow Us

কলকাতা: মুহূর্তেই মোহভঙ্গ! গত বছর সুপার কাপ জেতার পর সমর্থকরা মাথায় করে রেখেছিলেন কার্লেস কুয়াদ্রাতকে। এ বছর আইএসএলের শুরুতেই চরম ব্যর্থতা। একেবারে আকাশ থেকে মাটিতে লাল-হলুদ জনতার নয়ণের মণি। সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু ছন্নছাড়া ফুটবলে কোচের উপর তাঁরা বীতশ্রদ্ধ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্লে অফ, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, আইএসএলের প্রথম দুই ম্যাচ- টানা চার ম্যাচ হেরে প্রশ্নের মুখে কুয়াদ্রাতের কোচিং। লাল-হলুদের স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজি নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে।

ইস্টবেঙ্গল কর্তারাও কুয়াদ্রাতের কোচিংয়ে একেবারে খুশি নন। এ বছর ঢেলে দল সাজিয়েছে ম্যানেজমেন্ট। বিনিয়োগকারী সংস্থার কর্তারাও দলের পারফরম্যান্সে বেশ অখুশি। লিগ টেবলের ১২ নম্বরে ইস্টবেঙ্গল। শুক্রবার গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ। এ ম্যাচেও রেজাল্ট আশানুরূপ না হলে বড় পদক্ষেপ নিতে পারে ম্যানেজমেন্ট।

ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার কর্তারা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন। সুপার কাপ জেতার পর কুয়াদ্রাতের মেয়াদ বাড়ানো হয়। এই মুহূর্তে তাঁকে ছেঁটে ফেললে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। দলের ফিটনেস প্রশ্নের মুখে। অনেক আগে থেকে প্রি সিজন ট্রেনিং শুরু করলেও, ৬০ মিনিটের পর দল কার্যত দাঁড়িয়ে যাচ্ছে। স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ কার্লোস জিমিনেজ স্যাঞ্চেজকে ছেঁটে ফেলার কথা ভাবছে বোর্ড।

এই খবরটিও পড়ুন

এরই মধ্যে ময়দানে ভাসছে এএফসি প্রো লাইসেন্স প্রাপ্ত কোচ সঞ্জয় সেনের নাম। সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, দলের পারফরম্যান্সে আশাহত হয়ে ইস্টবেঙ্গল সমর্থক রাজ্যের এক প্রভাবশালী নিজে ক্লাব কর্তাদের কাছে তাঁর ঘনিষ্ঠ এই কোচের নাম প্রস্তাব করেছেন। ভারতীয় ফুটবলে সঞ্জয় সেনের অবদান বিশাল। ক্লাব স্তরে মোহনবাগানকে ব্যাপক সাফল্য দিয়েছেন। সূত্রের খবর, দলের এই কঠিন সময়ে ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়ার কথাও ভাসছে ময়দানে। দিল্লি অনেক দূর হলেও, ময়দানের একটা প্রবাদ বাক্য আছে- নাথিং ইজ স্ট্যাটিক।

Next Article