ISL Season 11: কলকাতার ফুটবল প্রেমীদের জন্য সুখবর, ম্যাচ দেখে ফেরার চিন্তা কমল!
ISL 2024-25, Metro Railway: ম্যাচ থাকলে সমর্থকদের বড় চিন্তা থাকে ফেরা নিয়ে। ইন্ডিয়ান সুপার লিগের বেশির ভাগ ম্যাচই শুরু হয় সন্ধে ৭.৩০ থেকে। ম্যাচ শেষ হতে অন্তত রাত সাড়ে ৯টা। স্বাভাবিক ভাবেই সে সময় যুবভারতী থেকে ফেরার চিন্তা নিয়েই মাঠ ছাড়তে হয় ফুটবল প্রেমীদের। তার জন্যই বিশেষ ব্যবস্থা মেট্রো রেলওয়ের।
ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু হয়ে গিয়েছে। ইতি মধ্য়েই একটি করে ম্যাচ খেলেছে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। দেশের শীর্ষ সারির ফুটবল টুর্নামেন্ট আইএসএলে এ বারই অভিষেক হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। তারা হোম ম্যাচ খেলছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনেই। ম্যাচ থাকলে সমর্থকদের বড় চিন্তা থাকে ফেরা নিয়ে। ইন্ডিয়ান সুপার লিগের বেশির ভাগ ম্যাচই শুরু হয় সন্ধে ৭.৩০ থেকে। ম্যাচ শেষ হতে অন্তত রাত সাড়ে ৯টা। স্বাভাবিক ভাবেই সে সময় যুবভারতী থেকে ফেরার চিন্তা নিয়েই মাঠ ছাড়তে হয় ফুটবল প্রেমীদের। তার জন্যই বিশেষ ব্যবস্থা মেট্রো রেলওয়ের।
এখনও অবধি মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিংই হোম ম্যাচে নেমেছে। ইস্টবেঙ্গল টুর্নামেন্ট শুরু করেছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। সোমবার ফের হোম ম্যাচে নামছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। মোহনবাগানকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট। এ বার আইএসএলে মুখোমুখি হতে চলেছে দু-দল। ম্যাচ দেখে ফেরার পথে যাতে সমস্যা না হয়, রাত ১০.১৫-তে গ্রিন লাইন ১ অর্থাৎ সেক্টর ফাইভ বিশেষ মেট্রো চলবে। যুবভারতী ক্রীড়াঙ্গন মেট্রো স্টেশন থেকে রাত ১০.১৫ মিনিটে এই মেট্রো ছাড়বে এবং শিয়ালদহ অবধি চলবে।
এই খবরটিও পড়ুন
ফুটবল প্রেমীদের কথা ভেবে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম এবং শিয়ালদহের মাঝে ফুলবাগানে থামবে। শুধু সোমবারই নয়, বেশ কিছু ম্যাচের জন্যই বিবৃতি দিয়ে জানিয়েছে মেট্রো রেলওয়ে। সোমবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ছাড়াও, ২৭ সেপ্টেম্বর, অক্টোবরের ৫, ১৯, নভেম্বরের ৯, ২৩, ২৯, ৩০ এবং ডিসেম্বরের ১২, ১৪, ১৭ ও ২১ তারিখ এই পরিষেবা থাকবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে।