Dhupguri: হইহই করে বন্ধুদের সঙ্গে নেমেছিল স্নানে, তখনই অঘটন

Dhupguri: এ দিন, ছয় বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে যায়। সেই সময় আচমকাই তলিয়ে যায় তিন বন্ধু। এরপর দুই বন্ধু কোনও রকমে উপরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় সাব্বি আহমেদ। এরপর তাঁদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা।

Dhupguri: হইহই করে বন্ধুদের সঙ্গে নেমেছিল স্নানে, তখনই অঘটন
ধূপগুড়িতে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 7:58 PM

ধূপগুড়ি: বন্ধুদের সঙ্গে জলঢাকা নদীতে গিয়েছিলেন। হইহই করে নামবেন স্নানে। তেমনটাই ঠিক ছিল। আচমকাই পিছলে গেল পা। তলিয়ে গেল এক নাবালক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ সংলগ্ন জাকৈইকোনা এলাকায়।

এ দিন, ছয় বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে যায়। সেই সময় আচমকাই তলিয়ে যায় তিন বন্ধু। এরপর দুই বন্ধু কোনও রকমে উপরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় সাব্বি আহমেদ। এরপর তাঁদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা। দীর্ঘ প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারে রয়েছে বাবা,মা ও এক বোন। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাব্বি প্রত্যেক শুক্রবার মসজিদে যেত নামাজ পড়তে। কিন্তু আজ তাঁর মা বারংবার বলা সত্ত্বেও, সে মসজিদে না গিয়ে যায় নদীতে যায় স্নান করতে। এরপরেই ঘটে গেল অঘটন বলে দাবি মৃতের পরিবারের।