East Bengal: চোট-ডেঙ্গি, মিনি হাসপাতালেও ‘ভাগ্যবান’ কার্লেস কুয়াদ্রাত!

Indian Super League: ডুরান্ডের পারফরম্যান্স, আইএসএলে শুরুর দু-ম্যাচ, আতসকাচের তলায় ইস্টবেঙ্গলের প্রফেসর। তাঁর কাছে অগ্নিপরীক্ষা! বলা যেতেই পারে। অস্বস্তির মাঝেও স্বস্তি খুঁজছেন কার্লেস। কী বলছেন ইস্টবেঙ্গল কোচ?

East Bengal: চোট-ডেঙ্গি, মিনি হাসপাতালেও 'ভাগ্যবান' কার্লেস কুয়াদ্রাত!
Image Credit source: EMAMI EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 8:42 PM

ইন্ডিয়ান সুপার লিগে জোড়া হারে মরসুম শুরু হয়েছে ইস্টবেঙ্গলের। দুটোই অ্যাওয়ে ম্যাচ ছিল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শুরু। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হার। অবশেষে ঘরে ফিরল ইস্টবেঙ্গল। এই সুযোগেরই যেন অপেক্ষা করছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ডের পারফরম্যান্স, আইএসএলে শুরুর দু-ম্যাচ, আতসকাচের তলায় ইস্টবেঙ্গলের প্রফেসর। তাঁর কাছে অগ্নিপরীক্ষা! বলা যেতেই পারে। অস্বস্তির মাঝেও স্বস্তি খুঁজছেন কার্লেস। কী বলছেন ইস্টবেঙ্গল কোচ?

ঘরের মাঠে কাল অর্থাৎ শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ। গোয়া ম্যাচের আগে মিনি হাসপাতাল লাল-হলুদ শিবির। ডেঙ্গিতে আক্রান্ত সাউল ক্রেসপো। চোট রয়েছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের। ক্রেসপোকে পাওয়া যাবে না নিশ্চিত। দিমিত্রিয়সকে নিয়েও ঝুঁকির পথে হাঁটতে চান না কার্লেস। জোড়া ধাক্কা নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘জ্বর নিয়েই কেরালা ম্যাচে খেলেছিল সাউল ক্রেসপো। এখানে এসে ডেঙ্গি পরীক্ষা করানো হয়, রিপোর্ট পজিটিভ। দিমিত্রিয়সের পেশিতে চোট। ওকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। পুরো মরসুম বাকি আছে। গত বছর কেরালা ব্লাস্টার্সের হয়ে শেষ দিকে চোট নিয়ে খেলায় প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল দিমিত্রিয়স।’

কঠিন পরিস্থিতিতে স্বস্তি একটাই, হোম ম্যাচ। নিজেকে যেন ভাগ্যবানও মনে করছে কোচ কার্লেস কুয়াদ্রাত। বৃষ্টির মাঝেই প্রস্তুতি সেরেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। টার্গেট একটাই, ঘরের মাঠে তিন পয়েন্ট। এফসি গোয়া ম্যাচের আগে কার্লেস আরও বলছেন, ‘এই হোম ম্যাচটা আমাদের খুব জরুরি ছিল। আমরা আনলাকি যে প্রথমেই দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে। আশা করছি ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগাতে পারব।’