অরিন্দমকে চ্যালেঞ্জ জানাতে এক যুগ পর ডার্বিতে মিষ্টু

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Feb 19, 2021 | 12:25 PM

অরিন্দম না সুব্রত? ফতোরদার বড় ম্যাচ ঘোষণা করবে তারকার নাম!

অরিন্দমকে চ্যালেঞ্জ জানাতে এক যুগ পর ডার্বিতে মিষ্টু
ছবি-টুইটার

Follow Us

মারগাও: অনেক বছর পর বড় ম্যাচে বাঙালি ফুটবলারের ছড়াছড়ি। এটাই ফ্যাক্টর হতে পারে আইএসএলের ফিরতি ডার্বিতে। এসসি ইস্টবেঙ্গল আর এটিকে মোহনবাগান, দুই শিবিরের দুর্গ সামলাবেন দুই বঙ্গতনয়। সুব্রত পাল আর অরিন্দম ভট্টাচার্য। অভিজ্ঞ দুই ফুটবলার বহু যুদ্ধের সাক্ষী।

গোলকিপার মানেই লাস্ট লাইন অব ডিফেন্স। রয় কৃষ্ণা হোক কিংবা ব্রাইট এনোবাখারে, যে কেউ আটকে যেতে পারেন ওই দুই কিপারের কাছে। তাই দুই সুব্রত আর অরিন্দমের কাঁধেই থাকছে বাড়তি দায়িত্ব।

আরও পড়ুন: গৌতমের রেকর্ড, প্রীতির ঘরে শাহরুখ

১৭ বছর ধরে ভারতীয় ফুটবলে প্রথম সারির ক্লাবে খেলছেন সুব্রত পাল। তাই বড় ম্যাচে কিভাবে স্নায়ুর চাপ সামলাতে হয়, তা ভালো মতোই জানেন সোদপুরের মিষ্টু। শেষ ১২ বছর দুই প্রধানের কোনও ক্লাবে না খেলায় বড় ম্যাচ মিস করেছেন। তাই মুখিয়ে রয়েছেন শুক্রবারের ডার্বির জন্য। সুব্রতর মুখে ‘আমি’ নয় ‘আমরা’। তিনি বলছেন, ‘খেলা হবে এগারো বনাম এগারোর। আলাদা করে কাউকে নিয়ে কোনও পরিকল্পনা নেই।’

এটিকে মোহনবাগানের কিপার অরিন্দম ভট্টাচার্য গত ডার্বিতে অপরাজিত ছিলেন। এ বারের বড় ম্যাচেও ব্রাইট-স্টেইনম্যানদের রুখে দিতে চান। তবে ইস্টবেঙ্গলের তারকা ব্রাইটকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই। বরং লাল-হলুদের এগারো জনকে রুখতে পরিকল্পনা সেরে রাখছে বাগানের ডিফেন্সিভ ইউনিট। অরিন্দমের গলাতেও সুব্রতর সুর। বলছেন, ‘আমরা পুরো ডিফেন্সটা একটা ইউনিট হিসেবে কাজ করার চেষ্টা করি। যাতে সমস্ত চাপ সামলে দেওয়া যায়। উল্টো দিকে যেই থাকুক না কেন, টিম গেমই আমাদের ভরসা।’

আরও পড়ুন: আইপিএলে ইতিহাস, ১৬.২৫ কোটিতে মরিসকে কিনল রাজস্থান

এক যুগ পর যেমন ডার্বি ফিরে পাচ্ছেন মিষ্টু, তেমনই অনেকদিন পর নিজেকে পুরনো ফর্মে দেখতে চান। এক সময় এশিয়ান ফুটবলে স্পাইডারম্যান নাম দেওয়া হয়েছিল তাঁকে। সে সময় গোলের তলায় মিষ্টু থাকা মানে বিপক্ষকে আলাদা করে ভাবতে হতই। সেই সুব্রত নিজের ফর্ম থেকে সরে গিয়েছেন অনেকটাই। নতুন প্রজন্ম নিয়েছে তাঁর জায়গাও। বড় ম্যাচ যেমন তারকার জন্ম দেয়, ডার্বি ফিরিয়ে দেয় পুরনো তারকাকেও। এই ডার্বি সব দিক থেকে সুব্রতর প্রত্যাবর্তনের ম্যাচ।

অরিন্দমের কাছেও কম কী! দীর্ঘদিন ভারতীয় ফুটবলে পরিচিত মুখ হলেও অরিন্দম তারকা মর্যাদা পাননি। যে কারণে এক সময় বাংলা ছেড়ে যেতে হয়েছিল ভিন রাজ্যে। যাঁরা সফল গোলকিপার, তাঁরা বলেন, বয়স যাতে বাড়ে ততই ঝলমলে হন গোলকিপাররা। অরিন্দমও যেন তাই-ই। গতবছর এটিকের হয়ে চমত্‍কার মেলে ধরেছিলেন। এবার মোহনবাগানের হয়েও সেরা ছন্দে আছেন। ব্রাইট, কৃষ্ণা, মার্সেলিনহো, স্টেইনম্যানরা যেমন চর্চায়, তেমন অরিন্দমও।

অরিন্দম না সুব্রত? ফতোরদার বড় ম্যাচ ঘোষণা করবে তারকার নাম!

Next Article