গৌতমের রেকর্ড, প্রীতির ঘরে শাহরুখ

সাত বছর পর আইপিএলে কামব্যাক হল চেতেশ্বর পূজারার। পঞ্চাশ লাখ টাকায় ভারতের এই টেস্ট ব্যাটসম্যানকে দলে নিল চেন্নাই সুপার কিংস

গৌতমের রেকর্ড, প্রীতির ঘরে শাহরুখ
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 8:53 PM

চেন্নাই: আইপিএল নিলামে ক্রিস মরিসের ইতিহাস গড়ার দিনে ঝড় তুললেন ৩২ বছর বয়সী ভারতীয় অফস্পিনার কৃষ্ণাপ্পা গৌতম। ৯.২৫ কোটি টাকায় ধোনির চেন্নাই সুপার কিংসে গেলেন তিনি। জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন গৌতমই। আইপিএল নিলামের ঠিক আগে ভারতীয় অফস্পিনারকে ছেড়ে দেয় প্রীতি জিন্টার দল। চেন্নাইয়ের নিলামে গৌতম নিজের বেস প্রাইস রেখেছিলেন ২০ লাখ।

গৌতমকে পাওয়ার জন্য ঝাঁপায় কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংস। লড়াইয়ে অবশ্য বাজিমাত করে ধোনির দলই। এতদিন জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছিল ক্রূনাল পাণ্ডিয়ার। ২০১৮ সালে ৮.৮ কোটি টাকায় তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে এখনও পর্যন্ত ২৪টা আইপিএল ম্যাচ খেলেছেন কৃষ্ণাপ্পা গৌতম।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

সাত বছর পর আইপিএলে কামব্যাক হল চেতেশ্বর পূজারার। পঞ্চাশ লাখ টাকায় ভারতের এই টেস্ট ব্য়াটসম্যানকে দলে নিল চেন্নাই সুপার কিংস। ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে শেষবার আইপিএল খেলেছিলেন পূজারা। আইপিএল দল পাওয়ার পর টুইটারে পূজারা লেখেন,তার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তামিলনাড়ুর মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খানকে ৫.২৫ কোটি টাকায় নিয়েছে প্রীতি জিন্টার দল। ৪.৪ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। জাতীয় দলের পেসার উমেশ যাদবকে এবার খেলতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসে। অন্যদিকে রোহিত শর্মার দলের হয়ে খেলবেন পীযুষ চাওলা।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

আরও পড়ুন:KKR IPL Auction 2021 LIVE: শাহরুখের দলে ভাজ্জি

তবে নিলামের টেবিলে ঝড় তুলতে পারেননি সৈয়দ মুস্তাক আলিতে সাড়া ফেলে দেওয়া মহম্মদ আজহারউদ্দিন। ২০ লাখ টাকায় কোহলির দলে গেছেন কেরালার এই ক্রিকেটার। প্রাক্তন নাইট ক্রিকেটার কুলদীপ যাদবকে নিয়েছে রাজস্থান রয়্যালস।

বাংলার ৭ ক্রিকেটারই আইপিএলে দল পাননি। নিলাম থেকে খালি হাতে ফিরতে হল অভিমন্যু ঈশ্বরণ,বিবেক সিংদের।