নিলামের মঞ্চে ধোনির বার্তা
সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিসহ প্রথম শ্রেণির সমস্ত কর্তারাই ছিলেন নিলামে। তাঁদের গায়ে ছিল বরাবরের হলুদ জার্সি। যার বুকে লেখা 'ডেফিনিটলি নট'
চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি কি বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে? কখনওই নয়! এই ‘কখনওই নয়’কে যদি ইংরেজিতে বলা হয়, লিখতে হবে ‘ডেফিনিটলি নট’! এই দুটো শব্দই আইপিএলের হাটবাজারে সবচেয়ে বেশি আলোচিত হল। ধোনি আর কতদিন? আমিরশাহিতে আইপিএলের পর থেকেই যে প্রশ্ন তাড়া করছে এমএসডিকে। আইপিএলের ঠিক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। ভক্তরা ভেবেছিলেন, চাপমুক্ত মাহি ক্রিকেটকে উজাড় করে দেবেন। ঘটেছে উল্টো। আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস সবচেয়ে খারাপ পারফর্ম করেছে গতবারই। ধোনিও অত্যন্ত সাদামাঠা ছিলেন। যা দেখে অনেকেই বলেছিলেন, আর কেন? যে ধোনি প্রত্যাবর্তনে বিশ্বাসী, সেই ধোনি যে প্রবল ভাবে ফিরে আসার মঞ্চ সাজাবেন, সেটাই স্বাভাবিক। আইপিএল-১৪ কে তাই ‘টার্গেট’ করছেন তিনি। সেই বার্তাই চেন্নাইয়ের আইপিএল নিলামে।
আরও পড়ুন:IPL Auction 2021: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিস মরিস
সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিসহ প্রথম শ্রেণির সমস্ত কর্তারাই ছিলেন নিলামে। তাঁদের গায়ে ছিল বরাবরের হলুদ জার্সি। যার বুকে লেখা ‘ডেফিনিটলি নট’। হঠাত্ করে এই দুটো শব্দ কী ভাবে এল? গত আইপিএলে সিএসকে-র শেষ ম্যাচে ড্যানি মরিসন প্রশ্ন করেছিলেন, “ধোনি, এটাই কি তোমার শেষ ম্যাচ?’ ধোনির জবাব ছিল এই দুটো শব্দই। গত আইপিএলের পরই চেন্নাই জানিয়ে দিয়েছিল, পরের আইপিএলেও ক্যাপ্টেন থাকছেন ধোনিই। যার পর এই ‘ডেফিনিটলি নট’ ভারতীয় ক্রিকেটে অত্যন্ত চর্চিত দুটো শব্দে পরিণত হয়েছে। যেন ফিরে আসার সমার্থক হিসেবে অনেকে দেখছেন ধোনির ‘ডেফিনিটলি নট’ বলা”!
আরও পড়ুন:আইপিএলে ইতিহাস, ১৬.২৫ কোটিতে মরিসকে কিনল রাজস্থান
নিলামের মঞ্চে এই দুটো শব্দ চেন্নাই কর্তাদের জার্সিতে থাকার অর্থ হল বরাবরের মতো ধোনি টিমের মস্তিষ্ক। এই নিলামেও কাকে নেওয়া হবে তার পুরো পরিকল্পনা সাজিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যে চেন্নাইকে আইপিএলের দুনিয়ায় প্রায় অপ্রতিরোধ্য করেছিলেন, সেই টিমকে আরও একবার সাফল্যের মঞ্চে না তুলে বিদায় নেবেন না ‘থালা’।