IPL Auction 2021: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিস মরিস, মুম্বইয়ে সচিন পুত্র অর্জুন

| Edited By: | Updated on: Feb 18, 2021 | 8:58 PM

IPL 2021 Auction LIVE in Bengali: দেখে নিন আইপিএলের মিনি নিলামের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IPL Auction 2021: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিস মরিস, মুম্বইয়ে সচিন পুত্র অর্জুন

২৯১ জন ক্রিকেটার। অগুণতি তারকা। ১৬৪ ভারতীয় প্লেয়ার। আটটা ফ্র্যাঞ্চাইজি। বিকেল ৩টে থেকে সারা ক্রিকেট দুনিয়ার চোখ থাকবে চেন্নাইয়ের পাঁচতারা হোটেলের দিকে। যেখানে হবে আইপিএল-১৪-র মিনি নিলাম। নামেই সংক্ষিপ্ত, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, হরভজন সিং সব একঝাঁক তারকা থাকছেন। নজরে থাকবেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন এবং কেরালার মারকুটে ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Feb 2021 08:13 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্সে অর্জুন তেন্ডুলকর

    ২০ লাখে অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

  • 18 Feb 2021 07:51 PM (IST)

    কলকাতা নাইট রাইডার্সে হরভজন সিং

    কলকাতা নাইট রাইডার্স ২ কোটিতে কিনল হরভজন সিংকে।

  • 18 Feb 2021 07:39 PM (IST)

    রাজস্থান রয়্যালসে কুলদীপ যাদব

    ২০ লাখে রাজস্থান রয়্যালস কিনল কুলদীপ যাদবকে।

  • 18 Feb 2021 07:32 PM (IST)

    বেঙ্গালুরুতে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান

    ৪.৮০ কোটিতে অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

  • 18 Feb 2021 06:23 PM (IST)

    পঞ্জাবে মোজেস হেনরিকস

    ৪.২০ কোটিতে মোজেস হেনরিকসকে কিনল পঞ্জাব কিংস।

  • 18 Feb 2021 06:15 PM (IST)

    দিল্লিতে টম কারেন

    ৫.২৫ কোটিতে টম কারেনকে কিনল দিল্লি ক্যাপিটালস।

  • 18 Feb 2021 06:11 PM (IST)

    বেঙ্গালুরুতে কাইল জেমিসন

    ১৫ কোটিতে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

  • 18 Feb 2021 06:03 PM (IST)

    চেন্নাইতে পূজারা

    ৫০ লাখে চেন্নাই সুপার কিংস কিনল চেতেশ্বর পূজারাকে।

  • 18 Feb 2021 05:36 PM (IST)

    পঞ্জাবে রিলে মেরেডিথ

    ৮ কোটিতে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রিলে মেরেডিথকে কিনল পঞ্জাব কিংস।

  • 18 Feb 2021 05:31 PM (IST)

    রাজস্থান রয়্যালসে চেতন শাকারিয়া

    ১.২০ কোটিতে চেতন শাকারিয়াকে কিনল রাজস্থান রয়্যালস।

  • 18 Feb 2021 05:20 PM (IST)

    চেন্নাইয়ে কৃষ্ণাপ্পা গৌতম

    ৯.২৫ কোটিতে কৃষ্ণাপ্পা গৌতমকে কিনল চেন্নাই সুপার কিংস।

  • 18 Feb 2021 05:13 PM (IST)

    পঞ্জাব কিংসে শাহরুখ খান

    ৫.২৫ কোটিতে শাহরুখ খানকে কিনল পঞ্জাব কিংস।

  • 18 Feb 2021 04:52 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্সে পীযূষ চাওলা

    ২.৪০ কোটিতে পীযূষ চাওলাকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

  • 18 Feb 2021 04:46 PM (IST)

    দিল্লিতে উমেশ যাদব

    ১ কোটিতে উমেশ যাদবকে কিনল দিল্লি ক্যাপিটালস।

  • 18 Feb 2021 04:44 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্সে নেথান কুল্টারনাইল

    ৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স কিনল নেথান কুল্টারনাইলকে।

  • 18 Feb 2021 04:41 PM (IST)

    পঞ্জাব কিংসে রিচার্ডসন

    অস্ট্রেলিয়ার পেস বোলার রিচার্ডসনকে ১৪ কোটিতে কিনল পঞ্জাব কিংস।

  • 18 Feb 2021 04:33 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্সে অ্যাডাম মিলনে

    ৩.২০ কোটিতে অ্যাডাম মিলনেকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

  • 18 Feb 2021 04:20 PM (IST)

    পঞ্জাব কিংসে ডেভিড মালান

    বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটসম্যান ডেভিড মালানকে ১.৫ কোটিতে কিনল পঞ্জাব কিংস।

  • 18 Feb 2021 04:03 PM (IST)

    আইপিএল ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিস মরিস

    ১৬.২৫ কোটিতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনল রাজস্থান রয়্যালস।

  • 18 Feb 2021 03:49 PM (IST)

    রাজস্থান রয়্যালসে শিবম দুবে

    ৪.৪ কোটিতে শিবম দুবেকে কিনল রাজস্থান রয়্যালস।

  • 18 Feb 2021 03:44 PM (IST)

    চেন্নাই সুপার কিংসে মইন আলি

    ৭ কোটিতে মইন আলিকে কিনল চেন্নাই সুপার কিংস।

  • 18 Feb 2021 03:38 PM (IST)

    নাইট রাইডার্সে সাকিব

    ৩.২ কোটিতে সাকিব আল হাসানকে কিনল কেকেআর।

  • 18 Feb 2021 03:32 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গ্লেন ম্যাক্সওয়েল

    গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪.২৫ কোটিতে আরসিবি কিনল ম্যাক্সিকে।

  • 18 Feb 2021 03:16 PM (IST)

    দিল্লিতে স্টিভ স্মিথ

    দিল্লি ক্যাপিটালস ২.২ কোটিতে কিনল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথকে।

  • 18 Feb 2021 03:11 PM (IST)

    আইপিএল ১৪-র নিলাম শুরু

    শুরু হল আইপিএল ১৪-র নিলাম।

  • 18 Feb 2021 12:36 PM (IST)

  • 18 Feb 2021 12:30 PM (IST)

    নিলামের জন্য তৈরি প্রীতি

  • 18 Feb 2021 12:23 PM (IST)

    স্টিভ স্মিথ:বেস প্রাইস: ২ কোটি

    গত বার তেমন সাফল্য পাননি। নিজেও, তাঁর টিমও। যে কারণে রাজস্থান ছেড়ে দিয়েছে তাঁকে। স্মিথকে পেতে কিন্তু পঞ্জাব, বেঙ্গালুরু আর চেন্নাই ঝাঁপাবে। পকেটে কম টাকা থাকা টিমগুলোর ভাবনাতেও থাকতে পারেন তিনি।

  • 18 Feb 2021 11:34 AM (IST)

    চেন্নাইয়ে প্রীতি জিন্টা

  • 18 Feb 2021 11:30 AM (IST)

    নিলামের জন্য তৈরি মহম্মদ কাইফ

  • 18 Feb 2021 11:04 AM (IST)

    ৮ ফ্র্যাঞ্চাইজির নজরে ম্যাক্সওয়েল

    ম্যাক্সওয়েলকে দলে টানতে ঝাঁপাবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ধোনির চেন্নাই সুপার কিংসের মতো দল। ম্যাক্সওয়েল আইপিএলে মোট ৮২ ম্যাচে খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫০৫ রান। যার মধ্যে রয়েছে ৬ টি অর্ধশতক।

    Glenn Maxwell

    সৌজন্যে-টুইটার

  • 18 Feb 2021 10:58 AM (IST)

    আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ালেন মার্ক উড

    পরিবারের থেকে সময় কাটানোর জন্য আইপিএল না খেলরা সিদ্ধান্ত উডের

Published On - Feb 18,2021 8:13 PM

Follow Us: