অল্প পুঁজি নিয়েও বাজিমাত কেকেআরের

নিলামের দ্বিতীয় দফায় বেন কাটিংকে ৭৫ লক্ষ টাকায় দলে নিল নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে এই অজি অলরাউন্ডারকে দলে নিল কেকেআর

অল্প পুঁজি নিয়েও বাজিমাত কেকেআরের
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 9:04 PM

কলকাতা: বাজেট ছিল ১০ কোটি। তাই খুব ভেবে চিন্তেই নিলামে পা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। ঠিকঠাক পরিবর্ত, কিছু তরুণ মুখ, আর কিছু অভিজ্ঞতা। আইপিএল-১৪র আগে টিমের ভারসাম্য ঠিক করে নিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। নিলামের শুরুতে তারকার পিছনে ছোটেনি কেকেআর। তবে ক্রিস মরিসের জন্য একবার দরাদরিতে নেমেছিল। বাজেট ছাড়াচ্ছে বুঝেই সরেও যান কর্তারা। নিলামের দ্বিতীয় দফায় কেকেআর পরিকল্পনা মাফিক এগিয়েছে। পছন্দ মতো ক্রিকেটারদেরই তুলল কেকেআর। দিনের শেষে বলা যেতেই পারে নিলামের স্ট্র্যাটেজি একদম সফল।

৪ বছর পর শাহরুখের সংসারে ফিরলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান নাইট রাইডার্স ছাড়ার পর থেকেই সমস্যায় পড়েছিল কেকেআর। মিডল অর্ডারে একজন দায়িত্বশীল ক্রিকেটারের অভাব চোখে পড়ছিল। সাকিবকে নেওয়ায় সেই অভাবটা পূরণ হল। ৩.২ কোটি টাকাতে বাংলাদেশের অলরাউন্ডারকে নিল শাহরুখের দল। নাইট রাইডার্সের দুটো আইপিএল জয়ের (২০১২ ও ২০১৪) নেপথ্যে বড় ভূমিকা ছিল সাকিব আল হাসানের। সাকিব আসায় নিঃসন্দেহে শক্তি বাড়ল নাইট শিবিরের।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

নিলামের দ্বিতীয় দফায় বেন কাটিংকে ৭৫ লক্ষ টাকায় দলে নিল নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে এই অজি অলরাউন্ডারকে দলে নিল কেকেআর। প্রতি বছরই রাসেলের উপর অত্যাধিক চাপ বাড়ে। সেই চাপ কমাতেই বেন কাটিংকে দলে নিলেন নাইট কর্তারা। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করেন বেন কাটিং। তাঁর অন্তর্ভুক্তিতে দলে বিকল্প বাড়ল।

অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংকে ২ কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটে ভাজ্জির অবদান প্রচুর। এখনও যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারেন ভাজ্জি। গতবছর দুবাইয়ে শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। হরভজনকে দলে নেওয়ায় একজন অভিজ্ঞ স্পিনারের সংখ্যা বাড়ল। ভাজ্জি যদি নাও খেলেন, তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে পারবেন। ক্রিকেটার কাম মেন্টরের ভূমিকা পালন করতে পারবেন হরভজন। তাই ভাজ্জিকে দলে নেওয়াটা নাইটদের মাস্টারস্ট্রোক।

করুণ নায়ারকে দলে নেওয়ায় মিডল অর্ডারে শক্তি বাড়ল। মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য দেশীয় ব্যাটসম্যানের অভাব চোখে পড়েছিল। করুণ নায়ারকে নেওয়ায় নাইটদের ব্যাটিং গভীরতা বৃদ্ধি পেল। ৫০ লক্ষ টাকায় করুণ নায়ারকে দলে নেয় কেকেআর।

আরও পড়ুন:গৌতমের রেকর্ড, প্রীতির ঘরে শাহরুখ

এ ছাড়া শেল্ডন জ্যাকসনকে রিটেন করল নাইট রাইডার্স। সেই সঙ্গে পবন নেগি, বেঙ্কটেশ আয়ার এবং বৈভব আরোরাকেও এ দিনের নিলামে নেয় কেকেআর। স্ট্র্য়াটেজি নিয়েই বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএল নিলামে চমক দিলেন নাইট কর্তারা। নিলামের টেবিলে দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি কন্যা জাহ্নবীকে। মাত্র ১০ কোটির বাজেট নিয়ে নিলামের টেবিলে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই ধীরে চলো নীতি নিয়েই টিম গড়লেন নাইট কর্তারা। শুরু থেকে বড় নামের দিকে না ঝাঁপিয়ে কার্যকরী ক্রিকেটারদের দলে নিল কেকেআর।