Kerala Blasters FC vs East Bengal Highlights: কেরালার কাছে হেরে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের
Kerala Blasters FC vs East Bengal FC Live Score: আইএসএলের ২০২২-২৩ সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেটস দেখুন টিভি৯ বাংলার পেজে।
কোচি: আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে আইএসএলের নবম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি ও কেরালা ব্লাস্টার্স। পুরনো আঙ্গিকে হোম -অ্যাওয়ে পদ্ধতিতে ফিরছে ইন্ডিয়া সুপার লিগ। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বল গড়াবে নবম আইএসএলের। ২০২০ সালে শেষবার আইএসএলের উদ্বোধনী ম্যাচ আয়োজন করেছিল কোচি। গত দুবছর আইএসএলের মঞ্চে কলকে পায়নি লাল হলুদ। গতবার পয়েন্ট তালিকার একেবারে শেষ স্থানে টুর্নামেন্ট শেষ করেছিল ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী নিয়ে জটিলতা এবার আর নেই। ইমামী ক্লাবের ইনভেস্টর হিসেবে যুক্ত হওয়ার পর ডুরান্ড কাপ খেলেছে ইস্টবেঙ্গল। এবার পালা দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের। নয়া কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে আইএসএলে ছাপ ফেলতে চায় কলকাতার দলটি। তার প্রথম ধাপেই কড়া চ্যালেঞ্জ। সামনে কঠিন প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কেরল দলে গিবসন সিং, গোলকিপার করণজিৎ সিং, রুইভা, সাহাল আব্দুল সামাদ, নিশু কুমারের মতো দেশের ফুটবলাররা আছেন। রয়েছে দিমিত্রিয়স, আদ্রিয়ান লুনা, ভিক্টর, লেসকোভিচের মতো বিদেশিরা। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাই বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল কোচ। শুক্রবারই লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার তরুণ মিডফিল্ডার জর্ডন ও’ডহার্তির। ইভান গঞ্জালেজ আর ক্লেটন সিলভাকে হয়তো শুরু থেকে খেলাতে পারেন ব্রিটিশ কোচ। আইএসএলের উদ্বোধনী ম্যাচে দলের জয় দেখতে মুখিয়ে সমর্থকরা।
LIVE NEWS & UPDATES
-
হারল ইস্টবেঙ্গল
শেষ বাঁশি বাজল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে আইএসএল ২০২২-২৩ মরসুমে অভিযান শুরু ইস্টবেঙ্গলের।
For Julieta ?#HeroISL #KBFCEBFC #LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/TrG9yEDqXM
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022
-
কেরালার ৩ গোল
ইস্টবেঙ্গলের একটি গোল শোধ করার মিনিট খানেকের মধ্যেই ব্যক্তিগত দ্বিতীয় ও কেরালার হয়ে তিন নম্বর গোল করলেন ইভান। ম্যাচের ফল ৩-১।
-
-
ইস্টবেঙ্গলের গোল
ম্যাচের ৮৮ মিনিটে গোল শোধ করলেন অ্যালেক্স লিমা। ম্যাচে ফেরার ইঙ্গিত ইস্টবেঙ্গলের।
-
কেরালার দ্বিতীয় গোল
পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল ইভান কালইউজানহির। কেরালার স্কোর দ্বিগুণ করলেন ইভান। চাপে ইস্টবেঙ্গল। স্কোর এখন ২-০।
82′ ANKARA VANYA ANKARA VANYA ANKARA VANYA!?⚽️
KBFC ? 2-0 ⚪️ EBFC#KBFCEBFC #ഒന്നായിപോരാടാം #KBFC pic.twitter.com/pU8EDJt7kz
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 7, 2022
-
৭১ মিনিটে খাতা খুলল
আইএসএলের নবম সংস্করণের প্রথম গোল। ম্যাচের ৭১ মিনিটে কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল করলেন আদ্রিয়ান লুনা। সদ্য প্রয়াত মেয়েকে গোল উৎসর্গ করলেন তিনি।
72′ ലൂണ പണി തുടങ്ങി മക്കളെ ?⚽️ The Magician latches onto a long ball from Khabrettan to volley in from close range!
KBFC ? 1-0 ⚪️EBFC#KBFCEBFC #ഒന്നായിപോരാടാം #KBFC pic.twitter.com/oi9TnU1PxP
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 7, 2022
-
-
এগিয়ে কেরালা
বল পজেশনে এগিয়ে কেরালা। ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে তারা। ইস্টবেঙ্গলের বল দখলে রেখেছ ৪২ শতাংশ।
-
হলুদ কার্ড ইস্টবেঙ্গলের
মরসুমের প্রথম হলুদ কার্ড দেখলেন লালচুংনুঙ্গা। দিমিত্রসের সঙ্গে কুস্তি করতে গিয়ে হলুদ কার্ড দেখেন।
-
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ম্যাচের ৫১ মিনিটে জিয়ানোর শট সেভ করলেন কমলজিৎ। ম্যাচের ৫৪ মিনিটে আদ্রিয়ান লুনার শট দারুণ সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার।
-
প্রথমার্ধের খেলা শেষ
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ। ইস্টবেঙ্গল কয়েকটা গোল হজম করতে করতে বেঁচেছে। প্রথমার্ধের খেলার ফলাফল ০-০।
Half-time in Kochi.#JoyEastBengal #KBFCEBFC #HeroISL #LetsFootball #আমাগোমশাল pic.twitter.com/kdL3oO0I20
— East Bengal FC (@eastbengal_fc) October 7, 2022
-
ম্যাচের মধ্যে হাতাহাতি
ম্যাচ চলাকালীন হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়লেন দুই দলের ফুটবলাররা। লুনা ও ইভানের মধ্যে হাতাহাতি।
-
গোলের সুযোগ মিস কেরালার
জেসেলের দারণ ক্রস থেকে বল লক্ষ্যে রাখতে পারলেন না জিয়ানো। গোলের সুযোগ মিস করল কেরালা।
-
লিমার শট রুখল কেরালা
লিমা কেরালা ব্লাস্টার্সের থেকে বল নিয়ে লেসকোভিচকে পরাজিত করে লক্ষ্যে টার্গেট রাখেন। কেরালার গোলকিপার ভালো সেভ করলেন। বল প্রায় নিশ্চিতভাবেই জালে ঢুকে যাচ্ছিল।
-
প্রথমেই কর্নার ইস্টবেঙ্গলের
ম্যাচের প্রথমেই সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। মাঝমাঠ থেকে লিমার পাস থেকে সুহেরের টাচ ঠিক না হলেও কর্নার পায় লাল হলুদ। তবে সহজেই বল ক্লিয়ার করে দেয় কেরালা ব্লাস্টার্স।
-
শুরু হল ম্যাচ
কোচির মাঠে শুরু হল আইএসএলের ২০২২-২৩ সংস্করণের প্রথম ম্যাচ। মাঠে উপস্থিত রয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
-
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
কমলজিৎ সিং, অঙ্কিত মুখোপাধ্যায়, জেরি লালচুংনুঙ্গা, ইভান গঞ্জালেজ, কিরিয়াকো, সুমিত পাসি, সৌভিক চক্রবর্তী, অ্যালেক্স লিমা, তুহিন দাস, ক্লেটন সিলভা ও ভিপি সুহের।
Here’s how we line up for the #HeroISL season opener against the Blasters! ??
কেরলের বিপক্ষে আজকের ম্যাচের জন্য দেখে নিন আমাদের প্রথম একাদশ! ⬇️#JoyEastBengal #KBFCEBFC #LetsFootball #আমাগোমশাল pic.twitter.com/LTsltHfozZ
— East Bengal FC (@eastbengal_fc) October 7, 2022
-
ফুটছে কেরালা ব্লাস্টার্স
ঘরের মাঠে আইএসএলের উদ্বোধনী ম্যাচ। টগবগ করে ফুটছে কেরালা ব্লাস্টার্স টিম।
@KeralaBlasters are here! ?️ #KBFCEBFC #HeroISL#LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/fGkHVYUBD9
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022
-
স্টেডিয়ামে ইস্টবেঙ্গল টিম
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পৌঁছে গেল ইস্টবেঙ্গল দল। কোচ স্টিফেন কন্সট্যানটাইন দলের ভালো খেলার বিষয়ে আশাবাদী
@eastbengal_fc in the house ?#KBFCEBFC #HeroISL#LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/uf6ltYB5WG
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022
Published On - Oct 07,2022 6:30 PM