ISL 2025: আইএসএল জট কাটবে! আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি চিঠি ফেডারেশকে
Indian Football News: আপাতত চলছে ডুরান্ড কাপ। এটি সেনার টুর্নামেন্ট। ফলে ভারতীয় ফুটবলের মরসুম সুপার কাপ দিয়ে শুরু হতে পারে, এমনই ইঙ্গিত। যা নিয়ে বীতশ্রদ্ধ ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলি। এ বার একজোটে মাঠে নামল আইএসএলের ক্লাবগুলি।

ইন্ডিয়ান সুপার লিগ হবে? কিন্তু কবে? এই নিয়ে জটিলতা এখনও কাটেনি। ফেডারেশনের তরফে নতুন মরসুমে সুপার কাপ হওয়ার কথা জানানো হয়েছে। আপাতত চলছে ডুরান্ড কাপ। এটি সেনার টুর্নামেন্ট। ফলে ভারতীয় ফুটবলের মরসুম সুপার কাপ দিয়ে শুরু হতে পারে, এমনই ইঙ্গিত। যা নিয়ে বীতশ্রদ্ধ ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলি। এ বার একজোটে মাঠে নামল আইএসএলের ক্লাবগুলি।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আইনি হুঁশিয়ারি দিয়ে চিঠি আইএসএলের ১১ ক্লাবের। তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হোক। ফেডারেশন কর্ণপাত না করলে, আলাদা ভাবে আইনি পথে হাঁটবে আইএসএলের ক্লাবগুলো। এমন কথাও বলা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। তারা এবং ইস্টবেঙ্গল বাদে আইএসএলের বাকি ১১ ক্লাবই চিঠি পাঠাল এআইএফএফকে।
গতকালই আইএসএলে খেলা ক্লাব/ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আইএসএল নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ব্যর্থতা ঢাকতে সুপার কাপকে ঢাল করা হলেও, তাতে চিড়ে ভেজেনি। আইএসএলের ক্লাবগুলোর এই চিঠি পাঠানোর বিষয়টিতেই তা স্পষ্ট। সেখানে পরিষ্কার প্রশ্ন তোলা হয়েছে, বিষয়টি কেন এখনও কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়নি? এখন দেখার কত তাড়াতাড়ি এই জট কাটে।
