ISL 2025-26: ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ইস্টবেঙ্গল-মোহনবাগান, কী বলছেন কর্তারা?
Indian Super League: ফেডারেশনকেও পাঠানো হয়েছে একই চিঠি। দলগঠন প্রক্রিয়াও থমকে রাখার নির্দেশ এফএসডিএলের। আর এতে সমস্ত দলগুলিই দ্বিধায়। কলকাতার দুই প্রধানও এই চিঠিতে সংকটে পড়ে গিয়েছে।

কলকাতা: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। এফএসডিএলের একটা চিঠিতেই ভারতীয় ফুটবলে কার্যত বিপর্যয় নেমে এসেছে। আদৌ এবছর আইএসএল হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। ফেডারেশনের সঙ্গে চুক্তি নবীকরণ না হলে, লিগ চালাবে না এফএসডিএল। আইএসএল নিয়ে সব দলগুলোকেই অনিশ্চয়তার বার্তা লিগ পরিচালন সমিতির। ফেডারেশনকেও পাঠানো হয়েছে একই চিঠি। দলগঠন প্রক্রিয়াও থমকে রাখার নির্দেশ এফএসডিএলের। আর এতে সমস্ত দলগুলিই দ্বিধায়। কলকাতার দুই প্রধানও এই চিঠিতে সংকটে পড়ে গিয়েছে।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বললেন, ‘ভারতবর্ষে ফুটবল থেমে থাকবে না। আমি নিশ্চিত কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার মনে হয়, এফএসডিএল হয়তো আগে থেকে জানতে পেরেছে সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন রায় আসছে। যেখানে হয়তো উল্লেখ থাকবে, দেশের এক নম্বর লিগ পরিচালনা করতে হবে ফেডারেশনকে। তবে আমার মনে হয়, এই সমস্যাটা অনেক আগে সমাধান হতে পারত। এই মুহূর্তে সব ক্লাব, ফ্র্যাঞ্চাইজিদের একজোট হয়ে সামনে আসা উচিত। সমস্যার সমাধান করা উচিত। আমাদের দলগঠন প্রক্রিয়া কার্যত শেষ। তাহলে চুক্তিবদ্ধ ফুটবলারদের কী হবে?’
অন্যদিকে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ফেডারেশনকে তীব্র ভর্ৎসনা করলেন। তিনি বললেন, ‘এফএসডিএল আর ফেডারেশন দু’জনেরই ব্যর্থতা। এটা কখনই প্রত্যাশিত নয়। ভারতীয় বিচারালয়কে বলব, তারা যেন ভারতীয় ফুটবলকে ভাল করতে গিয়ে আরও একশ বছর পিছিয়ে না দেয়। প্রচুর ক্লাব, ফুটবলারদের স্বার্থ এর সঙ্গে জড়িয়ে। কবে থেকে শুনছি এর একটা সমাধান হবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো ভারতীয় ফুটবল পিছিয়ে যাবে। আমাদের এএফসি খেলতে হবে। ফলে টিম করতেই হবে। অন্য দলগুলো কি শুধু ডুরান্ড খেলার জন্য টিম করবে? সব দলগুলোকে এগিয়ে আসা উচিত।’
