সিডনি: মাত্র ১১ মিনিট মাঠে ছিলেন ২৪ বছরের তরুণ এক ফুটবলার। আর এই দশে মিনিটে ১৩ কোটি জাপানীর নায়ক হয়ে উঠলেন কাউরো মিতোমা (Kaoru Mitoma)। ৮৯ মিনিট ও ইনজুরি টাইমে জোড়া গোল করে দলকে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) টিকিট এনে দিলেন মিতোমা। বিশ্বকাপে যোগ্যাতা অর্জনের লক্ষ্য নিয়ে আজ সিডনিতে মাঠে নেমেছিল জাপান (Japan) ও অস্ট্রেলিয়া (Australia)। ম্যাচটা ড্র করতে পারলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যেত সকারুজরা। সেই লক্ষ্যে কার্যত সফল হয়েই গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ২৪ বছরের তরুণের ১০ মিনিটের দাপটে অস্ট্রেলিয়া ঘরের মাঠে হেরে বসল। অন্যদিকে কাতার বিশ্বকাপের রাস্তা কঠিন করে ফেললো অস্ট্রেলিয়া। নিজেদের বিশ্বকাপের টিকিট পাকা করার পাশাপাশি সৌদি আরবের বিশ্বকাপ খেলাও নিশ্চিত করে দিল জাপান।
??? A seventh successive #WorldCup qualification for the Samurai Blue #WCQ | #WorldCup | @jfa_samuraiblue pic.twitter.com/AtlvkwVHrH
— FIFA World Cup (@FIFAWorldCup) March 24, 2022
বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে এএফসি পর্বের গ্রুপ এ’তে ছিল জাপান। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে কাতারে নিজেদের জায়গা পাকা করল সৌদি আরব। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করল জাপান। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৫। আজকের ম্যাচের আগে অস্ট্রেলিয়া ও জাপান দুই দলের পয়েন্টই ছিল ১৫। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তাই ম্যাচ ড্র হলে বিশ্বকাপে পৌঁছে যেত সকারুজরা। তাই ডু অর ডাই ম্যাচ ছিল উদিত সূর্যের দেশের। নিজেদের উদ্দেশে সফল হয়েই গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৮৪ মিনিটে মাঠে নেমে, ৮৯ মিনিট ও ইনজুরি টাইমে জোড়া গোল করে জাপাকে বিশ্বকাপে নিয়ে গেলেন মিতোমা। এই নিয়ে টানা সাতবার জাপান খেলবে বিশ্বকাপে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে প্লে-অফ খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার একটা সুযোগ থেকে যাচ্ছে।
২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ২০২১ সালের অক্টোবরে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাকা করে জার্মানি। তারপর কাতার বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায় ডেনমার্ক। এরপর নভেম্বরে দশটি দল বিশ্বকাপের টিকিট পাকা করে। যার মধ্যে আছে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, আর্জেন্টিনা। ২০২২ সালে এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাকা করে ইরান। ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়াও বিশ্বকাপের জায়গা পাকা করে। এবার বিশ্বকাপে জাপান ও সৌদি আরব।
আরও পড়ুন : ATKMB: পারফরম্যান্সে আস্থা, আগামী মরসুমেও বাগানের কোচ জুয়ান ফেরান্দো