পানাজি: এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) দায়িত্ব নিতে এফসি গোয়ার (FC Goa) কোচিং পদ ছাড়লেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। গতকালই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আর আজ এফসি গোয়ার (FC Goa) কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফেরান্দো। আইএসএলের (ISL) জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় আলাদা করে আর কোয়ারান্টিনে থাকতে হবে না বাগানের নতুন কোচকে।
এফসি গোয়ার অন্যতম কর্ণধার অক্ষয় ট্যান্ডন (Akshay Tandon) টুইটে লেখেন, ‘হতাশার সঙ্গে জানাচ্ছি হুয়ান ফেরান্দো আমাদের কাছে রিলিজ লেটার চেয়েছেন। এটিকে মোহনবাগানে যোগ দিতে যাতে তার অসুবিধে না হয়, তার জন্য রিলিজ চেয়েছেন।’ বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই ৪০ বছর বয়সী স্প্যানিশ কোচকে দলে নিল এটিকে মোহনবাগান। গতকালই এফসি গোয়ার কোচের নাম ভাসতে থাকে। আজ অক্ষয় ট্যান্ডনের টুইটে সব কিছু পরিষ্কার হয়ে গেল। শুধুমাত্র এটিকে মোহনবাগানের সরকারি ঘোষণার অপেক্ষা।
With disappointment I’d like to confirm that @JuanFerrandoF has triggered his release clause, obliging us to release him of his duties so that he can join @atkmohunbaganfc. As long the money gets deposited in our accounts, we do not have a choice in his decision.
— Akshay Tandon (@akshaytandon117) December 19, 2021
Maintaining a positive mindset ??♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL pic.twitter.com/m5Ua2eMD4v
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 19, 2021
আপাতত এফসি গোয়ার দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (North East United FC) বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। তার আগে আজ অনুশীলন করলেন রয় কৃষ্ণা, প্রীতম কোটাল, জনি কাউকোরা।
আরও পড়ুন: Ashes 2021-22: ১০০ বার অপরাজিত, বিরল কীর্তি অ্যান্ডারসনের