AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: মেসির ভারত সফর, কলকাতায় সৌরভের সঙ্গে খেলা; আর কী কী করবেন?

Lionel Messi at Kolkata: ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ খেলেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ছিল ম্যাচটি। এ বার পরিস্থিতি পুরো আলাদা। বিশ্বজয়ী ক্যাপ্টেন হিসেবে পা রাখতে চলেছেন কলকাতায়। ভারতের নানা জায়গাতেই যাবেন তিনি। সফরের শুরুটা হবে কলকাতা থেকে। কী কী করবেন কলকাতায়?

Lionel Messi: মেসির ভারত সফর, কলকাতায় সৌরভের সঙ্গে খেলা; আর কী কী করবেন?
Image Credit: PTI
| Updated on: Aug 02, 2025 | 6:05 PM
Share

ভারত সফরে আসছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন অতীতেও কলকাতায় এসেছেন। তবে সেটি ছিল মেসির কেরিয়ারের শুরুর দিক। আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ খেলেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ছিল ম্যাচটি। এ বার পরিস্থিতি পুরো আলাদা। বিশ্বজয়ী ক্যাপ্টেন হিসেবে পা রাখতে চলেছেন কলকাতায়। ভারতের নানা জায়গাতেই যাবেন তিনি। সফরের শুরুটা হবে কলকাতা থেকে। কী কী করবেন কলকাতায়?

সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ১২ ডিসেম্বর রাতে কলকাতায় পৌঁছবেন লিওনেল মেসি। নামপ্রকাশে অনিচ্ছুক, মেসিকে আনার নেপথ্যে এমন একজন পিটিআইকে বলেছেন, ‘সরকারি ঘোষণা বাকি। মেসি যে কোনও সময়ই অফিসিয়ালি জানাবে। তারপরই ঘোষণা হয়ে যাবে। সবকিছুই রেডি। শুধু ঘোষণার অপেক্ষা।’ কলকাতায় তাঁর সবচেয়ে বেশি থাকার কথা। দু-দিন এবং এক রাত কলকাতায় থাকবেন তিনি।

এখনও অবধি যা ঠিক হয়েছে, ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। শ্রীভূমির কাছে তাঁর ৭০ ফুটের একটি মূর্তি উন্মোচন করবেন। উদ্যোক্তাদের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে বড় মেসির মূর্তি। তারপর মেসি যাবে ইডেন গার্ডেন্সে। সেখানে দেড়ঘণ্টা GOAT কাপে অংশ নেবেন। সেটা ঠিক কী? সেভেন-এ সাইড সফ্টবল, সফ্টটাচ ফুটবল খেলবেন তিনি। থাকবেন ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এ ছাড়াও থাকবেন লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম এবং বাইচুং ভুটিয়ার মতো কিংবদন্তি ফুটবলার। ইডেনের এই ইভেন্টটি টিকিট কেটে সাধারণ দর্শকরাও দেখতে পারবেন। এই ইভেন্টে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।