মারাদোনাকে সম্মান জানিয়ে জরিমানা মেসির

মারাদোনাকে (Diego Maradona) সম্মান জানিয়ে জরিমানা লিও মেসির (Lionel Messi) । বার্সেলোনা (Barcelona) ওসাসুনা ম্যাচে ফুটবল রাজপুত্রকে সম্মান জানাতে, বার্সেলোনার জার্সি খুলে নিউ ওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সিতে শুন্যে হাত ছুঁড়ে দেন। তারই খেসারত এবার দিতে হচ্ছে ফুটবল যুবরাজকে। জার্সি খোলায় ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে মেসিকে।

| Updated on: Dec 04, 2020 | 11:26 AM
বার্সেলোনা (Barcelona) ওসাসুনা ম্যাচে মারাদোনাকে (Diego Maradona) অভিবন কায়দায় শ্রদ্ধা জ্ঞাপন করেন মেসি (Lionel Messi)।

বার্সেলোনা (Barcelona) ওসাসুনা ম্যাচে মারাদোনাকে (Diego Maradona) অভিবন কায়দায় শ্রদ্ধা জ্ঞাপন করেন মেসি (Lionel Messi)।

1 / 5
গোল করে বার্সেলোনার জার্সি খুলে ফেলেন লিও। ওল্ড বয়েজের জার্সিতে মেসির ট্রিবিউট নিজের আইডলকে।

গোল করে বার্সেলোনার জার্সি খুলে ফেলেন লিও। ওল্ড বয়েজের জার্সিতে মেসির ট্রিবিউট নিজের আইডলকে।

2 / 5
ফিফার নিয়মে জার্সি খোলায়, ম্যাচেই রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। যদিও রেফারি নিজেই জানিয়েছেন সেই হলুদ কার্ড দেখাতে তাঁর হাত কাঁপছিল।

ফিফার নিয়মে জার্সি খোলায়, ম্যাচেই রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। যদিও রেফারি নিজেই জানিয়েছেন সেই হলুদ কার্ড দেখাতে তাঁর হাত কাঁপছিল।

3 / 5
এবার নিয়ম মাফিক মেসিকে ৬০০ ইউরো জরিমানা করল স্পেনের ফুটবল ফেডারেশন।

এবার নিয়ম মাফিক মেসিকে ৬০০ ইউরো জরিমানা করল স্পেনের ফুটবল ফেডারেশন।

4 / 5
যদিও এই শাস্তি নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। তাঁদের মতে মেসিকে হলুদ কার্ড দেওয়া পর্যন্ত বিষয়টা সীমাবদ্ধ থাকলেও ভালও হত।

যদিও এই শাস্তি নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। তাঁদের মতে মেসিকে হলুদ কার্ড দেওয়া পর্যন্ত বিষয়টা সীমাবদ্ধ থাকলেও ভালও হত।

5 / 5
Follow Us: