AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: মনুমেন্ট-মুরালে শ্রদ্ধা লিওনেল মেসিকে

রবিবার ভোররাতে কোপা আমেরিকার (Copa America) ফাইনালে মুখোমুখি লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) ও নেইমারের (Neymar) ব্রাজিল (Brazil)। এই হাইভোল্টেজ ম্যাচের আগে এলএম টেনের শহর আর্জেন্টিনার রোজারিওতে (Rosario) মেসিকে অভিনব কায়দায় শ্রদ্ধা জানানো হল। ৭০ মিটার উঁচু জাতীয় পতাকার স্মৃতিসৌধে মেসির আর্জেন্টিনার জার্সি পরা ছবি আলোর মাধ্যমে ফুটিয়ে তুলে মেসির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর শহরবাসীরা।

| Edited By: | Updated on: Jul 10, 2021 | 4:33 PM
Share
কোপা আমেরিকার ফাইনালের আগে মেসির শহর আর্জেন্টিনার রোজারিওতে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানানো হল।

কোপা আমেরিকার ফাইনালের আগে মেসির শহর আর্জেন্টিনার রোজারিওতে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানানো হল।

1 / 6
৭০ মিটার উঁচু স্মৃতিসৌধে মেসির আর্জেন্টিনার জার্সি পরা ছবি আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

৭০ মিটার উঁচু স্মৃতিসৌধে মেসির আর্জেন্টিনার জার্সি পরা ছবি আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

2 / 6
 কিছুদিন আগে রোজারিওতেই মেসির ছেলেবেলার স্কুলের বিপরীত দিকে এক বিশাল আকারের মুরালের মাধ্যমে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।

কিছুদিন আগে রোজারিওতেই মেসির ছেলেবেলার স্কুলের বিপরীত দিকে এক বিশাল আকারের মুরালের মাধ্যমে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।

3 / 6
১৪ মিটার লম্বা ও ৮ মিটার চওড়া এই মুরালটি একটি চারতলা বাড়ির এক প্রান্তে তিন শিল্পী মিলে আঁকেন।

১৪ মিটার লম্বা ও ৮ মিটার চওড়া এই মুরালটি একটি চারতলা বাড়ির এক প্রান্তে তিন শিল্পী মিলে আঁকেন।

4 / 6
লিওনেল মেসির সন্তানরা বাবার মুরালের সামনে ছবি তুলেছে।

লিওনেল মেসির সন্তানরা বাবার মুরালের সামনে ছবি তুলেছে।

5 / 6
মেসির এই বিশাল আয়তনের মুরালে দেখা যায়, আর্জেন্টিনার সুপারস্টারের গলায় দুটি বুট ঝুলে রয়েছে। একটি কালো, অপরটি সোনালি। ছ'বার ইউরোপ সেরা হওয়ায় গোল্ডেন বুট পেয়েছেন মেসি। সেটাই প্রতিফলিত করে সোনালি বুটের ছবিটি।

মেসির এই বিশাল আয়তনের মুরালে দেখা যায়, আর্জেন্টিনার সুপারস্টারের গলায় দুটি বুট ঝুলে রয়েছে। একটি কালো, অপরটি সোনালি। ছ'বার ইউরোপ সেরা হওয়ায় গোল্ডেন বুট পেয়েছেন মেসি। সেটাই প্রতিফলিত করে সোনালি বুটের ছবিটি।

6 / 6