Lionel Messi: মনুমেন্ট-মুরালে শ্রদ্ধা লিওনেল মেসিকে
রবিবার ভোররাতে কোপা আমেরিকার (Copa America) ফাইনালে মুখোমুখি লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) ও নেইমারের (Neymar) ব্রাজিল (Brazil)। এই হাইভোল্টেজ ম্যাচের আগে এলএম টেনের শহর আর্জেন্টিনার রোজারিওতে (Rosario) মেসিকে অভিনব কায়দায় শ্রদ্ধা জানানো হল। ৭০ মিটার উঁচু জাতীয় পতাকার স্মৃতিসৌধে মেসির আর্জেন্টিনার জার্সি পরা ছবি আলোর মাধ্যমে ফুটিয়ে তুলে মেসির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর শহরবাসীরা।
Most Read Stories