রিয়াধ: সৌদি আরব ফুটবলে ফের চমক। এ বার রোনাল্ডোর ক্লাব আল নাসেরে। ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার ইউরোপ ছেড়ে পা বাড়ালেন সৌদি আরবে। কাতার বিশ্বকাপ পর থেকেই সৌদি আরবের ফুটবলে এক জোয়ার দেখা গিয়েছে। বিশ্বকাপের পরই সৌদি প্রো-লিগের ক্লাব আল নাসেরে সই করেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পথে অনেক ফুটবলারই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রোনাল্ডো সই করার পর থেকেই যেন সৌদি আরবে যাওয়ার আগ্রহ পেয়েছেন বিশ্বের অনেক তারকা ফুটবলার। ফ্রান্সের দুই তারকা ফুটবলার করিম বেঞ্জেমা এবং এনগোলো কান্তে সৌদির ক্লাব আল-ইত্তিহাদে সই করেছেন। এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরে সই করলেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ।
আল নাসেরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, ‘প্রত্যেকেই ওকে চেয়েছিল, ও শুধু আমাদের চেয়েছিল।’ এ বছর চ্যাম্পিয়ন্স লিগে রানার্স হয়েছে ইন্টার মিলান। ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হারে ইতালির এই ক্লাব। ইন্টারের অধিনায়ক এবং ফুটবলার হিসেবে সেটাই ব্রোজোভিচের শেষ ম্যাচ ছিল। দীর্ঘ ন’বছর পর ইন্টার মিলান তথা ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি আরবে পা বাড়ালেন ব্রোজোভিচ।
সৌদি সংবাদমাধ্যম সূত্রের খবর, ব্রোজোভিচের সঙ্গে প্রতি মরসুম ২৫ মিলিয়ন ইউরোর বেশি অর্থে চুক্তি হয়েছে। তাঁর সঙ্গে আল নাসেরের তিন বছরের চুক্তি বলে খবর। এর জন্য অবশ্য ইন্টার বড় অঙ্কের ট্রান্সফার ফি-ও পেয়েছে। রোনাল্ডো, করিম বেঞ্জেমা, এনগোলো কান্তে, কৌলিবালি, রুবেন নাভাস, এডওয়ার্ড মেন্ডির পর সৌদি লিগে সংযোজন লুকা মদ্রিচের সতীর্থ মার্সেলো ব্রোজোভিচ।