আই লিগে ফের আটকে গেল মহমেডান স্পোর্টিং

Debasmita Chakraborty |

Jan 24, 2021 | 9:28 PM

আই লিগে টানা তিন ম্যাচে আটকে গেল মহমেডান স্পোর্টিং। ছন্দে না থাকা রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে নিজের উপর চাপ বাড়ালেন সাদা-কালো কোচ হেভিয়া।

আই লিগে ফের আটকে গেল মহমেডান স্পোর্টিং
পঞ্জাবের কাছে আটকে গেল মহমেডান। ছবি: টুইটার

Follow Us

কল্যাণী: আই লিগে ফের আটকে গেল মহমেডান স্পোর্টিং। কল্যাণীতে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির সঙ্গে ড্র করল সাদা-কালো ব্রিগেড। খেলার ফল গোলশূন্য। আই লিগে টানা তিন ম্যাচে আটকে গেল মহমেডান স্পোর্টিং। ছন্দে না থাকা রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে নিজের উপর চাপ বাড়ালেন সাদা-কালো কোচ হেভিয়া।

আরও পড়ুন: লাল-হলুদ জার্সিতে নতুন ইনিংস শুরু সুব্রত পালের

ম্যাচে দুটি দলই সুযোগ পেয়েছিল, তবুও কাজে লাগাতে পারেনি কেউ। পঞ্জাবের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। চার ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তিন নম্বরেই রইল মহমেডান স্পোর্টিং। সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে রইল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। ম্যাচের সেরা হন পঞ্জাবের ডিফেন্ডার হরিপাম। ৩ ফেব্রুয়ারি নেরোকার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে মহমেডান স্পোর্টিং।

Next Article