ISL 2022: চেন্নাইকে হারিয়ে শিল্ড পাওয়ার স্বপ্ন মোহনবাগানের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 03, 2022 | 10:04 PM

Mohun Bagan: আগামী সোমবার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও জামশেদপুর এফসি। তার আগে আগামী কাল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে জামশেদপুর এফসি। তার এখন এক নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। মোহনবাগান দাঁড়িয়ে আছে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে।

ISL 2022: চেন্নাইকে হারিয়ে শিল্ড পাওয়ার স্বপ্ন মোহনবাগানের
ছন্দে ফিরলেন রয় কৃষ্ণা। Pics Courtesy: Twitter

Follow Us

চেন্নায়িন এফসি – ০

মোহনবাগান – ১ (রয় কৃষ্ণা ৪৫’ )

পানাজি: চোট কাটিয়ে দীর্ঘ ব্রেকের পর মাঠে ফিরেছিলেন। কিন্তু গোলের ছন্দে ফিরতে পারছিলেন না। বৃহস্পতিবার গোলে ফিরলেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে রয় কৃষ্ণার করা গোলে চেন্নায়িনকে হারাল মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলে (ISL 2022) প্লে-অফের টিকিট পাকা। নক আউট পর্বে তাঁকে পাবে না সবুজ মেরুন। তবে দলের সঙ্গ ছাড়ার আগে মোহনবাগানের শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। মনবীর সিং, লিস্টনরা আজ গোলের দরজা খুলতে পারেননি। স্বপ্ন বাঁচল কৃষ্ণার গোলে। প্রথমার্ধে আগাগোড়া প্রাধান্য রেখে খেলে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটে চেন্নাইয়ের দল। বলের দখল নিজেদের পায়ে রেখে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জবি জাস্টিনরা। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে কিছুটা চাপে পড়েছিল মোহনবাগান। কিন্তু তিরি-সন্দেশদের ডিফেন্স গোল হজম করেনি।

 

 

মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ ছিল শীর্ষ স্থান দখল করার দিকে এগিয়ে যাওয়ার। কিন্তু চেন্নায়িন সেই দৌড়ে নেই। প্লে-অফে ওঠার সুযোগও তাদের সামনে নেই। তাই খোলা মনে বাগানের বিরুদ্ধে নামে তারা। সবুজ মেরুনের গত কয়েকটি ম্যাচের দিকে ভালো করে নজরে রেখেই যে মাঠে নেমেছিল চেন্নাই তার প্রমাণ পাওয়া গেল তাদের খেলায়। শেষ কয়েকটি ম্যাচে মোহনবাগেনের খেলা মূলত লিস্টন কোলাসোকে কেন্দ্র করে। লিস্টনকে আটকে রাখার কৌশল প্রথামার্ধে দেখিয়ে দিলেন জেরি, সালাম রঞ্জনরা। লিস্টন বল ধরলেই প্রয়োজনে ডাবল বা ট্রিপল কভারিং তাঁকে। দ্বিতীয় পরিকল্পনা লিস্টনকে শট নেওয়ার সুযোগ না দেওয়া। তাই বলের দখল বা পাসে এগিয়ে থেকেও খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারছিল না হুয়ান ফেরান্দোর দল। তবে লিস্টনকে বেশি গুরুত্ব দিতে গিয়ে রয় কৃষ্ণাকে ফাঁকা ছাড়তে শুরু করেছিল চেন্নায়িন। প্রথমার্ধের ইনজুরি টাইমে সেখানেই গোলের দরজা খুলে ফেলল মোহনবাগান। জনি কাউকোর পাস থেকে গোল ফিজির স্ট্রাইকারের। চোট কাটিয়ে মাঠে ফিরে প্রথম গোল রয় কৃষ্ণার।

দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বেরিয়ে আসে চেন্নায়িন। একাধিক গোলের সুযোগও তৈরি করে তারা। তবে গোল শোধ করতে পারেননি জবি জাস্টিনরা। আগামী সোমবার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও জামশেদপুর এফসি। তার আগে আগামী কাল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে জামশেদপুর এফসি। তারা এখন এক নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। মোহনবাগান দাঁড়িয়ে আছে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে। কাল জামশেদপুর হারলে লিগের শেষ ম্যাচে ঠিক হবে কার হাতে উঠতে চলেছে শিল্ড। যারা আইএসএল শিল্ড পাবে তারাই পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র।

মোহনবাগান: অমরিন্দর, প্রীতম, সন্দেশ, তিরি, শুভাশিস (আশুতোষ), ম্যাকহিউ, দীপক (কিয়ান), কাউকো (লেনি), লিস্টন (প্রবীর), কৃষ্ণা, মনবীর (সোসাইরাজ)

 

 

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: ইউক্রেনের পাশে প্রিমিয়ার লিগ, উইন্টার প্যারালিম্পিকে বাদ রাশিয়া

Next Article