ISL Season 11: ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই বিরক্ত মোহনবাগান কোচ হোসে মোলিনা!

ISL 2024-25, Mohun Bagan Super Giant: প্রথমার্ধে ২-০ এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান। আইএসএলের যাত্রা শুরুর আগে মোহনবাগানের আকাশে ম্যাকলারেন চিন্তার মেঘ ঘোরাফেরা করছে। এখনও পর্যন্ত বাগান জার্সিতে মাঠে দেখা যায়নি অজি বিশ্বকাপারকে। অনুশীলন করলেও, ম্যাচে কবে নামবেন?

ISL Season 11: ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই বিরক্ত মোহনবাগান কোচ হোসে মোলিনা!
Image Credit source: ISL X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2024 | 5:12 PM

কলকাতা: আর কয়েকদিন বাদেই আইএসএলের ঢাকে কাঠি পড়ছে। ১৩ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের যাত্রা শুরু করছে মোহনবাগান। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির সামনে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডুরান্ড কাপে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে। ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান। আইএসএলের যাত্রা শুরুর আগে মোহনবাগানের আকাশে ম্যাকলারেন চিন্তার মেঘ ঘোরাফেরা করছে। এখনও পর্যন্ত বাগান জার্সিতে মাঠে দেখা যায়নি অজি বিশ্বকাপারকে। অনুশীলন করলেও, ম্যাচে কবে নামবেন? বাগান জনতার প্রশ্ন, উত্তর জানেন না কোচ মোলিনাও।

ম্যাকলারেন ধোঁয়াশা অব্যাহত থাকল কোচ মোলিনার কথাতেও। আইএসএলের মিডিয়া ডে-তে উপস্থিত হয়ে বাগান কোচ নিজেও দিশেহারা হয়ে গেলেন ম্যাকলারেন প্রসঙ্গে। বিরক্তি সহকারে মোলিনার উত্তর, ‘আমি ডাক্তার নই। ম্যাকলারেন কবে মাঠে নামবে তা চিকিৎসকরাই বলতে পারবে। আমি কোচিং করাই। ম্যাকলারেনের ব্যাপারে সদুত্তর চিকিৎসকরাই দিতে পারবে।’ ঘাড়ের চোটে কাবু অজি বিশ্বকাপার। ম্যাকলারেন কবে মাঠে নামবেন সেটাই এখন ময়দানের লাখ টাকার প্রশ্ন।

এই খবরটিও পড়ুন

মোহনবাগান দলে এবার তারকার ছড়াছড়ি। ম্যাকলারেন ছাড়াও কামিংস, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্টের মতো হেভিওয়েটরা আছেন দলে। বাগান জার্সিতে এবারও ফুল ফোটাতে চান অজি তারকা। লিগ শিল্ড খেতাব রেখে দেওয়ার পাশাপাশি আইএসএলের চ্যাম্পিয়নশিপেও নজর পেত্রাতোসের। দল অনেক শক্তিশালী। এগারো জনের দলে ঢোকার সুস্থ প্রতিযোগিতাও উপভোগ করতে চান বাগান তারকা।