Mohun Bagan: পঞ্জাব ম্যাচেও মোহনবাগানের ডাগ আউটে চিন্তা

MB: লিগ শিল্ড জিততে বাকি তিন ম্যাচই এখন ডু অর ডাই ম্যাচ সবুজ-মেরুনের কাছে। শনিবার অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসির সামনে মোহনবাগান। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ, এসব নিয়ে অবশ্য বেশি ভাবতে রাজি নন শুভাশিস বসুরা। বরং পঞ্জাব ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে জয়ের সরণিতে ফেরার পাশাপাশি লিগ টেবিলের দুই নম্বরে উঠে আসতে চায় মোহনবাগান।

Mohun Bagan: পঞ্জাব ম্যাচেও মোহনবাগানের ডাগ আউটে চিন্তা
Mohun Bagan: পঞ্জাব ম্যাচেও মোহনবাগানের ডাগ আউটে চিন্তাImage Credit source: Mohun Bagan X
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 7:36 PM

কলকাতা: চেন্নাইয়িনের কাছে হেরে লিগ টেবিলের তিন নম্বরে নেমে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ১৯ ম্যাচে ঝুলিতে ৩৯ পয়েন্ট। লিগ শিল্ড জিততে বাকি তিন ম্যাচই এখন ডু অর ডাই ম্যাচ সবুজ-মেরুনের কাছে। শনিবার অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসির সামনে মোহনবাগান। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ, এসব নিয়ে অবশ্য বেশি ভাবতে রাজি নন শুভাশিস বসুরা। বরং পঞ্জাব ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে জয়ের সরণিতে ফেরার পাশাপাশি লিগ টেবিলের দুই নম্বরে উঠে আসতে চায় মোহনবাগান। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে পঞ্জাব।

সাহালকে ছাড়াই পঞ্জাব ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের দুশ্চিন্তা একটাই। কোচ আন্তোনিও লোপেজ হাবাস। চেন্নাই ম্যাচে ডাগ আউটে ছিলেন না। শরীর খারাপের কারণে পঞ্জাব ম্যাচেও তিনি বেঞ্চে বসবেন কিনা তা নিয়ে সন্দেহ। ম্যাচের আগের দিন তাঁকে ছাড়াই দল অনুশীলন করল। এমনকি সাংবাদিক সম্মেলনেও দেখা যায়নি তাঁকে। হাবাসকে ছাড়াই মোহনবাগান দিল্লি পৌঁছে গেল। টিমের তরফ থেকে বলা হচ্ছে, তেমন হলে আলাদা দিল্লি পৌঁছে যেতে পারেন হাবাস।

হাবাস ডাগ আউটে না থাকলে যে সেটা ফ্যাক্টর হতে পারে তা টের পেয়েছে মোহনবাগান। পঞ্জাব ম্যাচেও হয়তো তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে লিস্টনদের। লিগ শিল্ড জেতার আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না দিমিত্রি-কামিংসরা।