Mohun Bagan: গ্যালারিতে বার্তা, হ্যাটট্রিকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান
Durand Cup 2025: অভিষেক মরসুমেই তাক লাগিয়ে দেওয়া পারফরম্যান্স। প্রথম দু-ম্যাচেই বিশাল ব্যবধানে জিতেছিল তারা। মোহনবাগানের সামনে অবশ্য খাবি খেতে হল। শেষ অবধি বিশাল ব্যবধানে জয়। গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে মোহনবাগান।

সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, জেসন কামিংস, লিস্টন কোলাসো। একসঙ্গে ছন্দে থাকলে যে কোনও প্রতিপক্ষই সমস্যায় পড়তে বাধ্য। তা আরও একবার টের পেল ডায়মন্ডহারবার এফসি। ডুরান্ড কাপ সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড মোহনবাগানের। প্রথম বার এই টুর্নামেন্টে খেলছেন ডায়মন্ডহারবার এফসি। অভিষেক মরসুমেই তাক লাগিয়ে দেওয়া পারফরম্যান্স। প্রথম দু-ম্যাচেই বিশাল ব্যবধানে জিতেছিল তারা। মোহনবাগানের সামনে অবশ্য খাবি খেতে হল। শেষ অবধি বিশাল ব্যবধানে জয়। গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে মোহনবাগান।
গত কয়েক দিন ধরেই বাংলা ও বাংলাদেশী ভাষা বিতর্কে উত্তাল দেশ। বাংলা ভাষার সমর্থনে প্রতিবাদের ঝড় উঠেছে। তার আঁচ পড়েছে খেলার মাঠেও। ডুরান্ডে ইস্টবেঙ্গল ম্যাচের পর মোহনবাগান গ্যালারিতেও। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান ও ডায়মন্ডহারবার এফসি। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগান গ্যালারিতেও প্রতিবাদের ভাষা। বাংলা ভাষার সমর্থনে টিফো সবুজ-মেরুন সমর্থকদের।
মাঠের পারফরম্যান্সেও দুর্দান্ত মোহনবাগান। ফাইভস্টার পারফরম্যান্স যাকে বলে। শুরু থেকে প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসিকে কোনও সুযোগই দেয়নি মোহনবাগান। ডায়মন্ডহারবার এফসি আরও বেশি চাপে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই। লিস্টন কোলাসো বল নিয়ে দ্রুতগতিতে এগোচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে লিস্টনকে বক্সে ট্যাকল করেন নরেশ। ম্যাচের ৫০ মিনিটের ঘটনা। ডিরেক্ট রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নরেশকে। পেনাল্টি থেকে গোল লিস্টনে। এ বারের টুর্নামেন্টে সব মিলিয়ে পঞ্চম গোল লিস্টন কোলাসোর। পেনাল্টিতে দ্বিতীয় গোল।

ম্যাচের ৮০ মিনিটের মধ্যেই পাঁচ গোল দেয় মোহনবাগান। স্কোরশিটে নাম রয়েছে-অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, জেসন কামিংস। শেষ অবধি ৫-১ ব্যবধানেই জয়। ডায়মন্ডহারবার এফসির গোলপার্থক্য অনেকটা প্রভাব পড়েছে। স্বাভাবিক ভাবেই যা চাপের। অন্য গ্রুপের রেজাল্টেও নির্ভর করবে ডায়মন্ডহারবার এফসির কোয়ার্টার ফাইনালে যাওয়া।
