ISL, Mohun Bagan: ঘরের মাঠে আজ সু-সময় ফেরাতে মরিয়া মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 10, 2024 | 9:30 AM

Mohun Bagan Super Giant vs Hyderabad FC Preview: ইন্ডিয়ান সুপার লিগে গত চার ম্যাচে জয় পায়নি মোহনবাগান। তবে হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়িয়েছে সবুজ মেরুন। ডার্বিতে পিছিয়ে পড়েও ড্র করাটা মোহনবাগানের বর্তমান পরিস্থিতির নিরিখে ভালো রেজাল্ট। জুনিয়র টিমের প্লেয়ারদের সম্পর্কে পরিষ্কার ধারনা রয়েছে হাবাসের। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকলেও মোহনবাগানের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।

ISL, Mohun Bagan: ঘরের মাঠে আজ সু-সময় ফেরাতে মরিয়া মোহনবাগান
Image Credit source: X

Follow Us

কলকাতা: মোহনবাগান কিছুটা যেন চাপমুক্ত। যদিও দলে সমস্যার শেষ নেই। আইএসএলের দ্বিতীয় পর্ব, মোহনবাগানেরও। ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সবুজ মেরুন। এ মরসুমের শুরুতেও দুর্দান্ত পারফরম্যান্স ছিল। বেশ কিছু প্লেয়ারের চোটে মোহনবাগানে অস্বস্তি বাড়তে থাকে। প্রশ্ন ওঠে রিজার্ভ বেঞ্চ নিয়েও। এএফসি কাপেও দুর্দান্ত শুরু হলেও গ্রুপ পর্বেই বিদায়। বছরের শুরুতে কোচ ফেরান্দোকেও বিদায় করে দিয়েছে মোহনবাগান। কলিঙ্গ সুপার কাপে ভাঙাচোরা দল নিয়ে গ্রুপ পর্বে ছিটকে গেলেও এ বার ফোকাস পুরোপুরি ইন্ডিয়ান সুপার লিগে। হাবাস যুগের শুরু হয়েছিল ডার্বি দিয়ে, আজ ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলকাতা ডার্বিতে পিছিয়ে পড়েও ড্র করেছিল মোহনবাগান। মাঝে বেশ কয়েকটা দিন সুযোগ ছিল দল মেলামত করে নেওয়ার। আন্তোনিও হাবাস লোপেজ সেই চেষ্টাই করেছেন। এর মধ্যে অস্বস্তিও রয়েছে। ডার্বিতে প্রত্যাবর্তন করেছিলেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। যদিও ডার্বিতেই চোট পেয়ে আবারও মাঠের বাইরে আনোয়ার। একই দিনে চোট পেয়েছেন বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও। তেমনই কার্ড সমস্যায় এই ম্যাচে নেই দীপক টাংরি ও লিস্টন কোলাসো। হাবাসের কাছে এটাই চ্যালেঞ্জ।

ইন্ডিয়ান সুপার লিগে গত চার ম্যাচে জয় পায়নি মোহনবাগান। তবে হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়িয়েছে সবুজ মেরুন। ডার্বিতে পিছিয়ে পড়েও ড্র করাটা মোহনবাগানের বর্তমান পরিস্থিতির নিরিখে ভালো রেজাল্ট। এ মরসুমের শুরু থেকে মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হাবাস। জুনিয়র টিমের প্লেয়ারদের সম্পর্কে পরিষ্কার ধারনা রয়েছে। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকলেও মোহনবাগানের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তার অন্যতম কারণ, হায়দরাবাদ এফসির পরিস্থিতি।

এ বারের আইএসএলে এখনও অবধি জয়ের দেখা পায়নি হায়দরাবাদ এফসি। নয় ম্যাচে হার, বাকি ৪টি ড্র। এর মধ্যে গত চার ম্যাচেই হার। যদিও কলিঙ্গ সুপার কাপে বেশ লড়াই দিয়েছিল হায়দরাবাদ। তাদের কাছে হারানোর কিছু নেই। বরং মোহনবাগানের হোম ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারলেও বিশাল প্রাপ্তি।

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি, সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার ও জিও সিনেমায় স্ট্রিমিং

Next Article