Mohun Bagan: জাতীয় দলের তরুণ ফুটবলারের জন্য ঝাঁপাল মোহনবাগান সুপার জায়ান্টস
Mohun Bagan Super Giants : সামনে এএফসি কাপের ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার আগে স্প্যানিশ কোচ চাইছেন, শক্তিশালী দল গড়ে নিতে। গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও গোল করার লোক খুঁজে পাওয়া কঠিন হয়েছিল।
কলকাতা : নতুন মরসুম, নতুন শুরু। গত কয়েক বছর ধরেই মোহনবাগান নামের আগে এটিকে সরানো নিয়ে সমর্থকদের বড় অংশ বিরোধিতা করেছিল। তার ফল পেতে চলেছে নতুন মরসুমে। নতুন মরসুমে সবুজ মেরুন খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। গত মরসুমে আইএসএল জিতেছে সবুজ মেরুন। নতুন মরসুমেও নজর থাকবে ট্রফিতে। নামের মতোই নতুন মরসুমে দল যেন আরও ভালো পারফর্ম করতে পারে এই প্রত্যাশায় সমর্থকরা। গত বছর ধরে কার্যত একই দল ধরে রেখেছে মোহনবাগান। তার সুফলও মিলেছে। এ বারও সেই লক্ষ্যই রয়েছে। তবে দলকে আরও শক্তিশালী করতে তরুণ ফুটবলারদের দিকেও নজর রয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের। সেই লক্ষ্যেই জাতীয় দলের তরুণ মিডফিল্ডারের জন্য ঝাঁপিয়েছে মোহনবাগান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভুবনেশ্বরে চলছে হিরো কন্টিনেন্টাল কাপ। চারদেশীয় এই প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছেন সুনীল ছেত্রীরা। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট অনিরুদ্ধ থাপার। ১২ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলের ক্ষেত্রেও পরোক্ষ ভূমিকা রয়েছে অনিরুদ্ধ থাপার। এই তরুণ ফুটবলরাকেই নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্টস।
ইন্ডিয়ান সুপার লিগে চেন্নায়িন এফসিতে খেলেন অনিরুদ্ধ। এই ফ্র্যাঞ্চাইজি দলে আরও এক বছরের চুক্তি রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। সামনে এএফসি কাপের ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার আগে স্প্যানিশ কোচ চাইছেন, শক্তিশালী দল গড়ে নিতে। গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও গোল করার লোক খুঁজে পাওয়া কঠিন হয়েছিল। দিমিত্রি পেত্রাতোস ছাড়া কেউই তেমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। নতুন মরসুমে আরও শক্তিশালী হয়ে নামতে মরিয়া সবুজ মেরুন। চেন্নায়িনের সঙ্গে অনিরুদ্ধর চুক্তি বাকি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে নিতে তৈরি মোহনবাগান। শুধু তাই নয়, এই তরুণ মিডফিল্ডারের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। তাঁকে পাঁচ বছরের চুক্তিতে সই করাতে চাইছে মোহনবাগান।